আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিমান চালকদের নিয়ে বি'স্ফো'রক মন্তব্য করলেন সে দেশের মন্ত্রী। জানালেন, ইসলামাবাদের ৪০% পাইলটের লাইন্সেসই ভু'য়ো। বিমান ওড়ানোর ছিঁটেফোঁ'টাও অভি'জ্ঞতা তাদের নেই, বলে দাবি করেন পাকিস্তানের বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান।
করাচি বিমানবন্দরের কাছে জিন্না গার্ডেন এলাকার মডেল কলোনিতে ২২ মে দুপুরে ভে'ঙে পড়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান। এর ফলে ১০৭ জনের মৃ'ত্যু হওয়ার পাশাপাশি চারটি বাড়িও পুরো'পুরি ধ্বং'স হয়ে যায়। এরপরই এই দু'র্ঘ'টনার জন্য শোক'প্রকাশ করে টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কীভাবে ঘটল সেই দু'র্ঘ'টনা, তা নিয়ে তদ'ন্ত শুরু হয়।
সেই তদ'ন্তের রিপো'র্ট নিয়ে বলতে গিয়ে চা'ঞ্চ'ল্যকর তথ্য দেন বিমানমন্ত্রী। গুলাম জানান, পাকিস্তানে আপাতত ৮৬০ জন স'ক্রি'য় পাইলট আছেন। তাদের মধ্যে ২৬২ জন নিজেরা পরীক্ষায় বসেননি। তাদের উড়ান চালানোর ন্যূনতম অভি'জ্ঞতাও নেই। বিমানমন্ত্রীর কথায়, ''প্রায় ৪০ শতাংশ পাইলটের ভু'য়ো লাইসেন্স আছে।''
প্রথমে মনে করা হয়েছিল. বিমানের ই'ঞ্জি'ন বি'ক'ল হয়ে গিয়েছিল। যা'ন্ত্রি'ক সম'স্যার জে'রেই দু'র্ঘ'টনা ঘটে। কিন্তু সেই অ'ভিযো'গ এদিন সংসদে দাঁড়িয়ে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের বিমানমন্ত্রী। তার কথায়, ''বিমানে কোনও যা'ন্ত্রি'ক স'ম'স্যা ছিল না।''
বরং মানুষের ভুলেই ওই ম'র্মা'ন্তিক দু'র্ঘ'টনা ঘটে। মন্ত্রীর কথায়, ''পাইলট এবং কো-পাইলট ও এয়ার কন্ট্রো'লার কেউই নিয়ম মানেনি। বিমান চালানোর সময় দুই চালক নিজেদের মধ্যে কথা বলছিলেন। আর পুরো কথো'পক'থনটাই ছিল করোনা ভাইরাস সংক্রান্ত।''