আন্তর্জাতিক ডেস্ক : অক্সিজেনের অভাবে চোখের সামনে বোনটাকে ছ'টফ'ট করতে করতে ম'রে যেতে দেখেছিলেন আব্বাস রিজভি। ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল মেয়েটি। সেখান থেকেই ভাবনাটা মাথায় আসে। শ্বা'সক'ষ্টে ভু'গতে থাকা করোনা রোগীদের জন্য এখন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়চ্ছেন মুম্বাইয়ের এই তরুণ।
সঙ্গী ৩১ বছরের বন্ধু শাহনওয়াজ হুসেন। পুঁজি স্বল্প। অক্সিজেন জোগাতে নিজের গাড়িও বেচে দিয়েছেন শাহনওয়াজ। তিনি বললেন, ''শহরের হাসপাতালে ভিড় উপচে পড়ছে। শয্যা আর অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার পড়ে গিয়েছে। সব কিছু দেখে এই সিদ্ধান্ত নিয়েছি।'' দিন হোক বা রাত, ধনী বা দরিদ্র, হিন্দু-মুসলমান যে-ই হোক না কেন, ডাক পড়লেই অক্সিজেন নিয়ে পৌঁছে যাচ্ছেন ওরা।
পাশাপাশি, ৪৮ ঘণ্টার জন্য বিনামূল্যে অক্সিজেন ট্যাঙ্ক মিলবে ওদের কাছেই। যে-ভাবে, যত দিন পারে বিনামূল্যে অক্সিজেন বিলি চালিয়ে যেতে চান দুই বন্ধু। শুধু চান, আব্বাসের বোনের মতো আর কেউ যেন অক্সিজেনের অভাবে মৃত্যু না হয়।