আন্তর্জাতিক ডেস্ক : গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘ'র্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহ'ত হওয়ার জেরে লাদাখ সীমান্ত যু'দ্ধাবস্থা বিরাজ করছে। সীমান্তে বিপুল সেনা জড়ো করেছে উভয় দেশ। এশিয়ায় চীনের এমন ‘রণং দেহি’ মনোভাব দেখে ইউরোপ থেকে সেনা সরিয়ে এশিয়ায় মোতায়েন করতে শুরু করেছে আমেরিকা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে এক ভি'ডিও কনফারেন্সে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, চীন যেভাবে উত্তরোত্তর ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জ'নক হয়ে উঠছে, তাতে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) যথাযথ মো'কাবেলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পম্পেও বলেন, 'পিএলএ-র মোকাবেলায় আমরা সব রকমভাবে প্রস্তুত কিনা, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাইছি। আমরা এই সময়ের বড় চ্যালেঞ্জ নিয়ে ভাবছি। যদিও জানি, পিএলএ-র মোকাবেলার মতো পর্যাপ্ত ব্যবস্থা নিতে কোনো অসুবিধা হবে না।' জার্মানির দিকে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে দেয়ার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে পম্পেও বলেন, বর্তমানে যেখানে বেশি প্রয়োজন সেখানেই সেনা মোতায়েন করা হচ্ছে।
চীনের কমিউনিস্ট পার্টির সমালোচনা করে তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হুম'কি নয়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনও চীনের হুম'কির মুখে। দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা নিয়েও ক্ষু'ব্ধ যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পিএলএ-কে (চীনের পিপল’স লিবারেশন আর্মি) মো'কাবেলা করার জন্যে যথাযথভাবে মার্কিন সেনা নিয়োগ করব। আমরা মনে করি, এটা আমাদের সময়ের চ্যালেঞ্জ।
গত সপ্তাহেও মাইক পম্পেও চীনের সেনাবাহিনীর সমালোচনা করেছিলেন। ভারতের সঙ্গে সীমান্ত উ'ত্তেজনা বাড়ানো এবং কৌশলগতভাবে দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণের জন্যে চিনাবাহিনীর নিন্দা করেন তিনি।
গত ১৫ জুন পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘ'র্ষে কর্নেল-মেজরসহ ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। আহ'ত হন আরও ৭৬ জন ভারতীয় সেনা। সূত্র- আনন্দবাজার।