আন্তর্জাতিক ডেস্ক : ১৯৬০ সালের পর থেকে গোটা দক্ষিণ এশিয়া দ'খলের দিকে ন'জর রেখেছে চীন! মা'রা'ত্মক তথ্য দিয়ে ভারতকে সত'র্ক করলেন তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লবসাং সাংগে। তিনি বললেন, চীনা আ'গ্রা'সনের মুখে পড়তেই হবে ভারতকে।
তিনি জানিয়েছেন, শি জিন পিংয়ের নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি আসলে ভারতের উপমহাদেশীয় এলাকায় নিজের প্রভা'ব বিস্তার করার ছ'ক ক'ষছে অনেকদিন থেকেই। যেভাবে তারা তিব্বতের ওপর নিজের ক্ষ'মতা কায়েম করেছে, সেভাবেই এবার ভারতের পাশেই থাকা নেপালের ওপর ক্ষমতা কায়েম করার লক্ষ্যে তারা এগোচ্ছে। আর সেই কারণেই দী'র্ঘদি'ন ধ'রে ভারত–নেপালের মধ্যে গড়ে ওঠা সুসম্পর্কে এখন চি'ড় ধ'রতে বসেছে।
শুধু তাই নয়, লাদাখে চীনা সেনার বা'ড়বা'ড়ন্তেও তিনি নতুন ছকের ই'ঙ্গিত পাচ্ছেন বলে জানিয়েছেন। যেভাবে চীন দু'দেশের মধ্যে শান্তি ও মিত্রতা বজায় রাখার পরিবেশ ভ'ঙ্গ করে লাদাখ সীমান্তে ঝা'মেলা পাকিয়েছে, তাতে তার মনে হয়েছে চীনের ন'জরে রয়েছে লাদাখও। ইতিমধ্যে নেপালের বেশ কয়েকটি এলাকা দ'খল করেছে চীন। সেখানে আউটপোস্ট বানানোর পরিক'ল্পনাও নাকি তাদের রয়েছে। টানা ৩৩ হেক্টর নেপালের জমি এখন চীনের দ'খলে রয়েছে। সূত্র : নিউজ ১৮