আন্তর্জাতিক ডেস্ক : রু'দ্ধ'দ্বা'র ভিডিও বৈঠকে গত কাল ভারত এবং চীনের মধ্যে সুর নরম ছিল না বলে দাবি কূটনৈতিক সূত্রের। তার বহিঃপ্রকাশ ঘটল চব্বিশ ঘণ্টার মধ্যেই। ভারতের বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র ও নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিছুটা কৌ'শলে পরস্পরের দিকে আঙুল তুললেন আজ।
সব মিলিয়ে কূটনীতিকদের মতে, প্রকৃত নিয়'ন্ত্রণরেখায় চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকা যু'যুধা'ন দুপক্ষের সেনা সাময়িক ভাবে হয়তো পিছু হ'টবে। কিন্তু গালওয়ান উপত্যকাকে পুরো'পুরি ড্রাগনের নিঃশ্বা'সমু'ক্ত করার জন্য এখনও লম্বা রাস্তা হাঁটা বাকি। ভারতের অ'ভিযো'গ, একতরফা ভাবে প্রকৃত নিয়'ন্ত্রণরেখার স্থি'তাব'স্থা এবং সীমান্ত চু'ক্তি ভেঙেছে চীন।
মে'র গোড়াতেই বিপুল সেনা সমাবেশ ঘটিয়েছে সেখানে। প্রায় একই সময়ে দিল্লিতে চীনা রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারত যে পদক্ষেপ করেছে, তা 'দ্বিপাক্ষিক চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়'। ১৫ জুনের ঘ'টনার 'দায়'-ও চীনের নয়। এই চা'পানউতো'রের মাঝে গালওয়ান-কাণ্ডের দশ দিন পরে আজ চীন স্বী'কার করল, সে দিন নিহ'ত হয়েছেন তাদের সেনারাও। তবে সংখ্যা বেশি নয়।
কূটনৈতিক সূত্রের খবর, গত কাল ভারত-চীনের মধ্যে ওয়ার্কিং মেকানিজম ফর কনসাল্টেশন অ্যান্ড কোঅর্ডিনেশন (ডবলিউএমসিসি)-এর বৈঠকেই চীনের তরফে অ'ভিযো'গ তোলা হয়, ভারতই দ্বিপাক্ষিক চুক্তি ল'ঙ্ঘ'ন করেছে। এই সং'ঘা'তে উ'স্কা'নি দিয়েছে। একই সময়ে চীনের প্রতির'ক্ষা এবং বিদেশ মন্ত্রনালয়ও বিবৃতি দিয়ে অভিযোগ করে, ১৫ জুন রাতের ঘ'টনা নিয়ে মি'থ্যা প্রচার করছে ভারত।
গত কালের ডবলিউএমসিসি পর্যায়ের বৈঠকের পরে বিদেশ মন্ত্রনালয়ের এক কর্তার বক্তব্য, ''পিছু হ'টার যে প্র'ক্রিয়ার কথা ভাবা হচ্ছে, তা এক দীর্ঘমেয়াদি ব্যাপার হতে চলেছে।'' আজ সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের বক্তব্য, ''ভারতের পক্ষ থেকে যা যা পরিকাঠামো তৈরি করা হয়েছে তা প্রকৃত নিয়'ন্ত্রণরেখার এ-পারে অর্থাৎ আমাদের নিজেদের দিকে। ভারত প্রকৃত নিয়'ন্ত্রণরেখা পার হয়ে স্থি'তাবস্থা ল'ঙ্ঘ'ন করেনি। কিন্ত চিন একই ভূমিকা নেয়নি। যার কারণে বারবার সং'ঘা'তের ঘ'টনা ঘ'টেছে।''
তার কথায়, ''মে মাসের গোড়া থেকেই প্রকৃত নিয়'ন্ত্রণরেখা বরাবর চিন বিপুল সেনা মোতায়েন করতে থাকে। এটা ভারত-চিন দ্বিপাক্ষিক সীমান্ত চু'ক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাধ্য হয়েই ভারতকে পা'ল্টা সেনা মোতায়েন করতে হয়। সব মিলিয়ে উত্তে'জনা তৈরি হয়।'' ৬ জুন দুই পক্ষের সেনা প্রতিনিধির মধ্যে তৈরি হওয়া ঐকমত্য থেকে সরে এসে চিন প্রকৃত নিয়'ন্ত্রণরেখা ল'ঙ্ঘ'ন করেছে বলেও দাবি করেছেন তিনি।
এ দিকে, চিনা রাষ্ট্রদূত সুং ওয়েংদুং আজ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ''গালওয়ানে সাম্প্রতিক সং'ঘ'র্ষের দায় চিনের নয়।'' তাঁর কথায়, ''আমরা আশা করছি ভারত এমন কোনও পদক্ষেপ করবে না, যা সীমান্ত পরি'স্থিতিকে জটিল করে তোলে। বরং তারা এমন ব্যবস্থা নেবে যাতে সীমান্তে সুস্থিতি আসে।'' এ দিনই চিনের বিদেশ মন্ত্রনালয়ের সীমান্ত এবং সমুদ্র বিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল হে জিয়াংখি জানিয়েছেন, ১৫ জুন সংঘর্ষে নিহ'ত চিনা সেনার সংখ্যা খুব বেশি নয়। উত্তে'জনা ছড়াবে বলেই সংখ্যাটা বলা হচ্ছে না। সূত্র : আনন্দবাজার