শুক্রবার, ২৬ জুন, ২০২০, ০৯:১৬:৫৮

কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভি'যানে ছয় বছরের শিশুসহ নিহ'ত ৫

কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভি'যানে ছয় বছরের শিশুসহ নিহ'ত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়'ন্ত্রিত কাশ্মিরে নিরা'পত্তা বাহিনীর অভি'যানে ছয় বছরের এক শিশুসহ অন্তত পাঁচ জন নিহ'ত হয়েছে। শুক্রবার দুটি আলাদা অভিযানে তারা নিহ'ত হয় বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মার্চের শেষ দিকে ভারত জুড়ে ক'ঠো'র লকডাউন শুরু হলে কাশ্মিরে নিরা'পত্তা অভি'যান জো'রালো করে দিল্লি। পুলিশের হিসাবে এ বছর কাশ্মিরে নিরা'পত্তা অভিযানে একশ'রও বেশি মানুষ নিহ'ত হয়েছে। এই মাসে বিভিন্ন অভি'যানে নিহ'ত হয়েছে অন্তত ৩৩ জন। গত তিন দিলে আলাদা অভি'যানে নিহ'ত হয়েছে অন্তত ১১ জন।

কাশ্মিরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিজবেহারা শহরে সন্দে'হভাজন অ'স্ত্রধারী ও আধাসামরিক বাহিনীর মধ্যে ব'ন্দু'কযু'দ্ধের মধ্যে ঢুকে পড়া একটি গাড়িতে ছিল ছয় বছরের একটি শিশু। ওই ব'ন্দু'কযু'দ্ধে শিশুটি ও অপর এক সেনা সদস্য আহ'ত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তারা মা'রা যায়। এছাড়া শ্রীনগরের কাছে চেওয়া এলাকায় আলাদা এক ব'ন্দু'কযু'দ্ধে তিন জন নিহ'ত হয়। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, এই ব'ন্দু'কযুদ্ধ প্রায় ২০ ঘণ্টা স্থায়ী হয়। সূত্র : আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে