শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১০:১৪:২২

গায়ের উপরে হাঁচি দেয়ায় ব'ন্দু'ক নিয়ে তে'ড়ে গেলেন যুবক, অতঃপর..

গায়ের উপরে হাঁচি দেয়ায় ব'ন্দু'ক নিয়ে তে'ড়ে গেলেন যুবক, অতঃপর..

আন্তর্জাতিক ডেস্ক : মহামা'রি করোনা ভাইরাসের কারণে হাঁচি কাশি দেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যগত সত'র্কতা মেনের চলার আহবান জানাচ্ছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা। এ কারণে রাস্তাঘাটে কেউ হাঁচি কাশি দিলে সাধারণ মানুষ অন্যরকম ভাবেই বিষয়টিকে ন'জর দিচ্ছে। তবে এবার ঘ'টলো ভি'ন্ন ঘ'টনা। 

গায়ের উপরে হাঁচি দেয়ায় দলীয় কর্মীর দিকে ব'ন্দু'ক তাক করেছেন পশ্চিমবঙ্গের কোলকাতার উত্তর দমদমের বাম দলীয় বিধায়ক তন্ময় ভট্টাচার্যের দে'হর'ক্ষী। বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গের আমডাঙার ৩৪ নম্বর জাতীয় সড়কের সামনে এ ঘ'টনা ঘ'টে। 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, আম্পানে ক্ষ'তিপূরণের কাজে দুর্নী'তির অভি'যোগ এনে দলের পক্ষ থেকে আমডাঙা থানা ও বিডিও অফিসে স্মা'রকলিপি দিতে আসেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। কর্মসূচি শেষে গাড়িতে ওঠার সময় গো'লমা'লের সূ'ত্রপা'ত ঘ'টে।

খবরে বলা হয়, সিপিএমের বিধায়ক তন্ময় গাড়িতে ওঠার সময় ভিড়ের মধ্যে বামফ্র'ন্টের এক কর্মী হঠাৎ হাঁচি দেন। কর্মীদের একাংশের অ'ভিযো'গ, সে সময় দে'হর'ক্ষী ওই কর্মীকে ধা'ক্কা দিয়ে বলেন, গায়ের উপরে হাঁ'চছেন কেন? এর পরেই শুরু হয় গো'লমা'ল। ওই কর্মীর গায়ে হাত তোলার প্র'তিবা'দ করে দে'হর'ক্ষীকে ধা'ক্কা দিতে থাকেন উপস্থিত নেতা-কর্মীরা। 

এ সময় আমডা'ঙা ব্লক অফিসের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কের যানবহন চলাচল ব'ন্ধ হয়ে যায়। গো'লমা'লের সময় বিধায়কের দে'হর'ক্ষী, সাদা পোশাকের পুলিশকর্মীর কোমর থেকে বন্দু'ক বের করে বিক্ষো'ভকারীদের দিকে তা'ক করে গু'লি করার হু'ম'কি দেন। তবে বিধায়ক তন্ময় ও পুলিশের হ'স্তক্ষে'পে পরি'স্থিতি নিয়'ন্ত্রণে আসে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে