শনিবার, ২৭ জুন, ২০২০, ১২:৪৬:৪৬

একদিনেই যুক্তরাষ্ট্রে আক্রা'ন্ত ৪৭ হাজার ৯৩ জন, মৃ'ত্যু ৬৫৮

একদিনেই যুক্তরাষ্ট্রে আক্রা'ন্ত ৪৭ হাজার ৯৩ জন, মৃ'ত্যু ৬৫৮

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে করোনাভাইরাসের (কোভিড-১৯) সং'ক্রমণে ফের শীর্ষ দেশের তালিকায় চলে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪৭ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট সং'ক্রমণ দাঁড়াল ২৫ লাখ ৫২ হাজার ৭০৮ জন। আর গত ২৪ ঘণ্টায় মা'রা গেছে ৬৫৮ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রা'ন্ত হয়ে মোট মা'রা গেল এক লাখ ২৭ হাজার ৬৩৫ জন।

এর আগে গত কয়েকদিন ধরে প্রতিদিনই ৪০ হাজারের বেশি নতুন সং'ক্রমণ দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গতকালও দেশটিতে প্রায় যুক্তরাষ্ট্রের সমপরিমাণ-৪৬ হাজার ৯০৭ জন নতুন করে আক্রা'ন্ত হয়েছেন। এ নিয়ে ব্রাজিলে মোট আক্রা'ন্তের সংখ্যা এখন ১২ লাখ ৮০ হাজার ৫৪ জনে (যুক্তরাষ্ট্রের অর্ধেক) ঠেকেছে। ব্রাজিলে এ পর্যন্ত মোট মা'রা গেছে অর্ধলাখের বেশি-৫৬ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় মা'রা গেছে হাজারের অধিক।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন যে, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে অন্তত দুই কোটি মানুষ করোনায় আক্রা'ন্ত হয়েছেন। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনায় আক্রা'ন্ত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে