শনিবার, ২৭ জুন, ২০২০, ০২:০৭:০০

গাজা উপত্যকায় বিমান হা'মলা চালিয়েছে ইসরায়েল

গাজা উপত্যকায় বিমান হা'মলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হা'মলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্র'তিরোধ সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে এই হা'মলা চালানো হয়। শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট নি'ক্ষেপের জবাবে এ হা'মলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।

এর আগে অধিকৃত পশ্চিমতীর ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে ‘যু'দ্ধ ঘোষণার শামিল’ বলে সতর্ক করেছে প্র'তিরোধ সংগঠন হামাস।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রকেট ফ্যাক্টরিতে হা'মলা চালিয়েছে বিমানগুলো।

গাজার নিরাপত্তা সূত্র হা'মলার সত্যতা স্বীকার করে বলেছে, ইসরায়েলি যু'দ্ধবিমান গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে এ হা'মলা চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে শুক্রবার ইসরায়েলি এলাকা লক্ষ্য করে দুটি র'কেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়।
মে মাসের প্রথম দিকের পর ইসরায়েলে গাজার উপত্যকা থেকে ছোড়া এটি প্রথম র'কেট হা'মলা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে