শনিবার, ২৭ জুন, ২০২০, ০৩:৪৯:২২

আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে: ইমরান খান

আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সন্ত্রা'সবিরোধী যু'দ্ধে পাকিস্তানের ৭০ হাজার মানুষ নিহ'ত হওয়া সত্ত্বেও আমেরিকা আফগান যু'দ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এক কথায় আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন ইমরান খান।

পার্লামেন্টে ইমরান খান তার বক্তব্যে অতীতে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করেন। পাকিস্তানের সমর্থন সত্ত্বেও মার্কিন সেনারা আফগানিস্তানে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ব্যর্থ হয়েছে। ইমরান খান এর আগেও আফগানিস্তানে মার্কিন সেনা উপ'স্থিতির নি'ন্দা জানিয়ে ওই উপস্থিতিকে ‘বিদেশি দখ'লদারিত্ব’ বলে উল্লেখ করেছিলেন।

২০০১ সালে আফগানিস্তানে সন্ত্রা'স বিরোধী যু'দ্ধ ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে আমেরিকা ও তার মিত্ররা দেশটি দ'খল করে। কিন্তু মার্কিন সেনা উপস্থিতির ফলে আফগানিস্তানে উ'ল্টো নিরাপত্তাহীনতা বেড়ে গেছে এবং সন্ত্রা'সবাদ ও মা'দক উৎপাদন অতীতের সব রে'কর্ড ছাড়িয়ে গেছে। আফগান জনগণ অবিলম্বে তাদের দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন দখ'লদার সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে