শনিবার, ২৭ জুন, ২০২০, ০৪:৫০:২৮

চীনের সঙ্গে উত্তে'জনার মধ্যে ভারতকে যু'দ্ধবিমান ও ক্ষে'পণা'স্ত্র ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

চীনের সঙ্গে উত্তে'জনার মধ্যে ভারতকে যু'দ্ধবিমান ও ক্ষে'পণা'স্ত্র ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকার মস্কোর কাছ থেকে 'মিগ-২৯' ও 'সুখোই-৩০' যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে বলে রাশিয়ার একটি দৈনিক খবর দিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত-উত্তে'জনার মধ্যে নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে মস্কো থেকে প্রকাশিত দৈনিক কমেরস্যান্ত।

রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হু'মকি মো'কাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অ'স্ত্র হস্তগত করতে চায়।

দৈনিক কমেরস্যান্ত আরো লিখেছে, ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষে'পণা'স্ত্র প্র'তির'ক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি। ওই চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশো'ধও করেছিল।

রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ অবশ্য গত বছর বলেছিলেন, ভারত এস-৪০০'র প্রথম চালান ২০২১ সালে হাতে পাবে। কিন্তু রুশ দৈনিকটি লিখেছে, ভারত এখন চলতি বছরের শেষ নাগাদই এস-৪০০ পেতে চায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে