শনিবার, ২৭ জুন, ২০২০, ০৬:১৬:৫৪

অনেকের ধা'রণা ভুল প্রমাণ করে দিয়েছে করোনা : নরেন্দ্র মোদি

অনেকের ধা'রণা ভুল প্রমাণ করে দিয়েছে করোনা : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ''বিশ্বের অনেক মানুষ করোনার প্রভাবে ভারত বি'পর্য'স্ত হবে বলে ভাবলেও বাস্তবে তা হয়নি।'' শনিবার একটি ভারচুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মা'র থোমা চার্চের রেভারেন্ড ডা. যোসেফ মার থোমা মেট্রোপলিটান-এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার একটি ভারচুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

ভারতের পাশাপাশি অন্য অনেক দেশ থেকেও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রেভারেন্ড যোসেফ মার থোমার অনুগামীরা। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে রেভারেন্ড যোসেফকে জন্মদিনের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ''অভিনন্দন জানানোর পাশাপাশি আমি তার দীর্ঘজীবন ও সুস্বাস্থ্যের কামনা করি। ডা. যোসেফ মার থোমা আমাদের দেশ ও সমাজের ভালর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বিশেষ করে, গরিব ও অস'হায় মানুষের পাশে দাঁড়ানো ও মহিলাদের আত্মনির্ভর করার জন্য তার অক্লান্ত পরিশ্রম অত্যন্ত প্রশংসনীয়।''

এরপরই ভারতের করোনা পরি'স্থিতি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। দেশে প্রতিদিনই করোনায় আক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে। বিরো'ধীরা প্রতিমুহূর্তে কেন্দ্রীয় সরকারের দিকে আ'ঙুল তুলছে। ঠিক তখনই দেশে সুস্থতার হার অনেক বেশি বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদি। 

মোদি বললেন, ''এই বছরের শুরুতে অনেকেই ভেবেছিলেন ভারতে ভাইরাসের প্রভা'ব খুবই ভ'য়াব'হ হবে। কিন্তু, লকডাউন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও দেশের মানুষের লড়া'ইয়ের কারণে অন্য বহু দেশের থেকে ভারত অনেক ভাল জায়গায় রয়েছে। ভারতে সুস্থতার হার ক্র'ম'শ বাড়ছে।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে