শনিবার, ২৭ জুন, ২০২০, ০৬:৩১:৪৭

যা ভ'য় ছিল তাই ঘ'টল, করোনার মধ্যেই দিল্লি আ'ক্রমণ করলো কোটি কোটি পঙ্গপাল

যা ভ'য় ছিল তাই ঘ'টল, করোনার মধ্যেই দিল্লি আ'ক্রমণ করলো কোটি কোটি পঙ্গপাল

আন্তর্জাতিক ডেস্ক : যা ভ'য় ছিল, তাই-ই ঘ'টল৷ গুরুগ্রামে পৌঁছেই পঙ্গপালের দল হা'না দিল ভারতের রাজধানী দিল্লিতে৷ শনিবার সকালে গুরুগ্রামের আকাশ ছেয়ে যায় পঙ্গপালে৷ কোটি কোটি পঙ্গপাল দ'খল নেয় গুরুগ্রাম৷ সেখান থেকে দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল হা'না দিল দিল্লি৷ দক্ষিণ দিল্লির ছতরপুরে হা'মলা চালাল পঙ্গপালের দল৷

পঙ্গপাল মো'কাবেলায় দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংল'গ্ন এলাকায় হাই অ্যা'লা'র্ট জারি করেছেন৷ প্রশাসনকে তত্‍পর হওয়ার নির্দে'শ দিয়েছেন৷ প'ঙ্গপালের দল প্রথমেই হা'মলে পড়বে ফসলের ওপর৷ তাই দিল্লির কৃষি দপ্তর প্রতিটি জেলা প্রশাসককে বিশেষ অ্যাডভাইজরি ইস্যু করেছে৷ বন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ডি জে, ঢোল, বাসন বাজিয়ে প'ঙ্গপালের দলকে ছ'ত্রভ'ঙ্গ করার জন্য৷

গুরুগ্রামসংলগ্ন কৃষিজমিগুলোতে গিয়ে পরি'স্থিতি দেখার জন্য কৃষি দপ্তরের কর্মকর্তাদের নির্দে'শ দেওয়া হয়েছে৷ কৃষি মন্ত্রণালয়ের পঙ্গপাল সত'র্কতা বিভাগের প্রধান কে এল গুর্জর জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ প'ঙ্গপালের দল গুরুগ্রামে ঢোকে৷ মুহূর্তের মধ্যে তারা ২ কি.মি এলাকায় ছেয়ে যায়৷

মে মাসে পঙ্গপালের দল প্রথম হা'মলা চালায় ভারতের রাজস্থানে৷ তারপর পাঞ্জাব, মহারাষ্ট্র ও গুজরাটে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৪ প্রজাতির প'ঙ্গপাল রয়েছে ভারতে৷ ম'রুভূমির পঙ্গপাল, পরিযায়ী পঙ্গপাল, বম্বে পঙ্গপাল ও গাছ পঙ্গপাল৷ এর মধ্যে সবচেয়ে ধ্বং'সাত্মক হলো মরুভূমির পঙ্গ'পাল৷

মরুভূমির পঙ্গপাল বা 'ডেসার্ট লোকাস্ট' দেখা যায় সৌদি আরবের রাব আল খালি মরুভূমিতে৷ কিন্তু এই পতঙ্গ পরিযায়ী৷ ঝাঁকে ঝাঁকে উড়ে এসে যেকোনো দেশেই আ'ক্রমণ চালাতে পারে৷ আফ্রিকা, মধ্যপ্রাচ্য (আরব দেশগুলি) এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পঙ্গপাল অত্যন্ত পরিচিত একটি পতঙ্গ৷ পুরুষ এবং স্ত্রী পঙ্গপালের আকার কিছুটা আলাদা৷ পুরুষ পঙ্গপালের দৈর্ঘ্য ৬০-৭৫ মি'মি৷ সেখানে স্ত্রী পঙ্গপালের ৭০-৯০ মিমি৷ ওজন হয় ২ গ্রাম৷

সাধারণত পঙ্গপাল ফসল এবং গাছই খেয়ে থাকে৷ মুহূর্তের মধ্যে ফাঁ'কা করে দিতে পারে ক্ষেত৷ ১৬ থেকে ১৯ কি.মি প্রতি ঘণ্টায় ওড়ে পঙ্গপাল৷ তাই এই প'তঙ্গের গতিও যথেষ্ট৷ এক দিনের মধ্যে ২০০ কিমি পাড়ি দিতে পারে আনায়াসে৷ আয়ু সাধারণত তিন থেকে পাঁচ মাস৷ পাখি ও কিছু সরীসৃপ প্রাণীই এদের প্রধান শ'ত্রু৷ একটি ঝাঁকের একাংশ এক দিনে যা খায়, তা ১০টি হাতির খাবারের সমান। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে