শনিবার, ২৭ জুন, ২০২০, ০৯:৪৭:০৮

লাদাখে শ'ক্তিশালী ক্ষে'পণা'স্ত্র বসাচ্ছে ভারত!

লাদাখে শ'ক্তিশালী ক্ষে'পণা'স্ত্র বসাচ্ছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : গালওয়ান উপত্যকায় র'ক্তক্ষ'য়ী সংঘ'র্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহ'তের ঘ'টনার লাদাখে যু'দ্ধ পরি'স্থিতি বিরাজ করছে। সীমান্তে উভয় পক্ষ শক্তি বৃদ্ধি করে চলেছে। এবার লাদাখের পূর্বাংশে যু'দ্ধবিমান প্রতিরো'ধী ক্ষে'পণা'স্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত।

গালওয়ান উত্ত'প্ত পরি'স্থিতির জেরে আকাশপথে চীনের সম্ভাব্য যে কোনো হা'মলা রু'খতে ভূমি থেকে আকাশে নিক্ষে'পণযোগ্য এই ক্ষে'পণা'স্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সরকারি ভাবে প্রতির'ক্ষা মন্ত্রণালয় কিছু না বললেও, সরকারি সূ'ত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

প্রসঙ্গত, প্রকৃত নিয়'ন্ত্রণরেখা বরাবর এরই মধ্যেই শ'ক্তি বাড়িয়েছে চীন। সুখোই-৩০ এর মতো যু'দ্ধবিমান এলএসি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে দেখা গেছে। পিছিয়ে নেই ভারতও। দেশটির বিমান বাহিনী প্রধান লে-শ্রীনগরে বিমান ঘাঁ'টি পরিদর্শনের পর পরই গালওয়ান উপত্যকার আকাশে ভারতীয় যু'দ্ধবিমান দেখা গেছে। 

বিমান বাহিনীকে চূড়া'ন্ত সত'র্কবার্তায় সবরকম পরি'স্থিতির জন্য প্রস্তুত থাকতে নি'র্দে'শ দেওয়া হয়েছে। ফরও'য়ার্ড বিমান ঘাঁ'টিগুলোতে যু'দ্ধবিমান মোতায়েন করে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গেছে। আকাশপথে তৎ'পরতা দেখাতে নিয়'ন্ত্রণরেখা বরাবর আকাশে উড়তে দেখা গিয়েছে চিনুক কার্গো, অ্যাপাচি, পি-৮ সার্ভেইলেন্স এয়া'রক্র্যা'ফ্টের মতো একাধিক সাম'রিক হেলিকপ্টার।

গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনা সংঘ'র্ষের পর থেকেই ওই এলাকায় বেশি বাহিনী, সরঞ্জাম ও র'স'দ পাঠাতে শুরু করেছে ভারতীয় সেনা। এমনকী বিশ্বের সবচেয়ে বড় ট্যা'কটি'ক্যাল এয়া'রলি'ফ্টার বিমান সি-১৩০ জে হা'রকিউলিকেও লাদাখের আকাশে দেখা গেছে। দৌলত বেগ ওল্ডির বিমানঘাঁ'টিতে নেমেই আবার তা উড়ে চলে গেছে।

প্রতির'ক্ষা বিশেষ'জ্ঞদের মতে, স্থলসেনা মোতায়েনের পাশাপাশি এবার এয়ার ডমিন্যান্স শুরু করেছে ভারত। অর্থাৎ, প্রতিপক্ষের দিক থেকে কোনো আ'গ্রাসনের চেষ্টা হলেই আকাশপথে জবাব দেওয়া হবে। যদি চীনের তরফে পা'ল্টা বিমান হা'মলার চেষ্টা হয়, তা রু'খতেই এই বিমান বি'ধ্বং'সী ক্ষে'পণা'স্ত্র বসানো হচ্ছে। সূত্র- এই সময়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে