আন্তর্জাতিক ডেস্ক : গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সং'ঘ'র্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহ'ত হওয়ার জেরে লাদাখ সীমান্ত যু'দ্ধাব'স্থা বিরা'জ করছে। সীমান্তে বিপুল সেনা জড়ো করেছে উভয় দেশ। এশিয়ায় চীনের এমন ''র'ণং দে'হি'' মনোভাব মোটেই ব'রদা'স্ত করা হবে না বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান টেড ইয়োহো।
তার কথায়, ''শান্তিপূর্ণ সহাবস্থানের চু'ক্তি ভেঙে প্রতিবেশী দেশের উপর সাম'রিক আ'স্ফা'লন কিছুতেই মেনে নেবে না আমেরিকা। চীনকে জবা'ব দেয়ার সময় এসে গেছে।'' শুক্রবার এক টুইট বার্তায় টেড বলেন, ''গোটা বিশ্বই এবার চীনকে বলছে, যথেষ্ট হয়েছে আর আ'গ্রা'সন বর'দাস্ত করা হবে না।''
প্রভা'বশালী এই মার্কিন কংগ্রেসম্যানের অ'ভিযো'গ, করোনা মহামা'রির পরি'স্থিতিতে বেস'মাল হয়ে পড়েছে গোটা পৃথিবী। এই পরি'স্থিতিকেই ব্যবহার করতে চেয়েছে চীন। টেডের অ'ভিযো'গ, ''প্রকৃত নিয়'ন্ত্রণ রেখায় চীনের কমিউনিস্ট পার্টি সামরিক আ'গ্রা'সন চালানোর জন্য কভিড-১৯ পরি'স্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।''
রিপাবলিকান এই কংগ্রেসম্যান আরো লেখেন, ''শান্তিপূর্ণ দেশগুলোকে ভ'য় দেখানোর জন্য এই পূর্বপরিক'ল্পিত আ'গ্রা'সন কখনো বরদা'স্ত করবে না আমেরিকা।'' এর আগে হাউজ অফ রিপ্রেসেনটেটিভের সদস্য ড. অ্যামি বেরাও গালওয়ান উপত্যকায় চীনা সামরিক আ'গ্রা'সন নিয়ে উদ্বে'গ প্রকাশ করেছিলেন। এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান টুইটারে লিখেছিলেন, ভারতীয় সীমান্তে চীনের আ'গ্রাসন নিয়ে তিনি উ'দ্বি'গ্ন।
তিনি আরো লেখেন, ''আমি চাই শক্তি প্রদর্শনের পথে না গিয়ে কূটনৈতিক ক্ষ'মতাকে ব্যবহার করে উত্তে'জনা প্রশ'মনের পথে এগোক চীন।'' এর আগে, চীনের সামরিক আস্ফা'লন বন্ধে এশিয়ায় মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৃহস্পতিবার ব্রাসেলসে এক ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি।
পম্পেও বলেন, চীন যেভাবে উত্তরোত্তর ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের নিরা'পত্তার ক্ষেত্রে বি'প'জ্জনক হয়ে উঠছে, তাতে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) যথাযথ মো'কাবেলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ''পিএলএ-র মো'কাবেলায় আমরা সব রকমভাবে প্রস্তুত কিনা, সে ব্যাপারে আমরা নি'শ্চিত হতে চাইছি। আমরা এই সময়ের বড় চ্যালে'ঞ্জ নিয়ে ভাবছি। যদিও জানি, পিএলএ-র মো'কাবেলার মতো পর্যাপ্ত ব্যবস্থা নিতে কোনো অসুবিধা হবে না।''
চীনের কমিউনিস্ট পার্টির সমালো'চনা করে তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হু'মকি নয়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনও চীনের হু'মকির মুখে। দক্ষিণ চীন সাগরে চীনের তৎ'পরতা নিয়েও ক্ষু'ব্ধ যুক্তরাষ্ট্র। সূত্র: ইকোনমিক টাইমস।