রবিবার, ২৮ জুন, ২০২০, ০৯:১৮:৫২

সীমান্তে বো'মারু বিমান পাঠাল চীন, যু'দ্ধের প্রস্তুতিতে ভারতও

সীমান্তে বো'মারু বিমান পাঠাল চীন, যু'দ্ধের প্রস্তুতিতে ভারতও

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে সংঘা'তের ঘটনায় ভারত-চীনের মধ্যে উ'ত্তেজনা বিরাজ করছে। যু'দ্ধের প্রস্তুতিতে অনড় অবস্থানে প্রতিপক্ষ দুই দেশ। এমন প'রিস্থিতিতে সীমান্তে সেনা সংখ্যা বাড়ানোসহ বোমারু বিমান পাঠিয়েছে চীন। চীনের এমন কাণ্ডে খেপেছে ভারত। চীনকে নিজের সক্ষমতা দেখাতে বোমারু বিমান ও বিধ্বং'সী ক্ষেপণা'স্ত্র পাঠিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত।

এরই মধ্যে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে পূর্ব লাদাখে। চীন কোনও রকম আগ্রাসন দেখালেই পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি চলছে। এর পাশাপাশি বার্তাও যাচ্ছে বেইজিংয়ে।

জানা গেছে, গত কয়েকদিন দৌলতবেগ ওল্ডিসহ বেশ কিছু সীমান্ত এলাকার পাশ দিয়ে চপার উড়িয়েছে চীন। সীমান্তের কাছে নিয়ে এসেছে বোমা'রু বিমান। পা'ল্টা জবাব দিল নয়া দিল্লিও। পূর্ব লাদাখে পাঠানো হল ক্ষেপণা'স্ত্র। ভূমি থেকে আকাশে দ্রুত লক্ষ্যভেদে সক্ষম 'আকাশ'-সহ ক্ষেপণা'স্ত্রের সম্ভার পৌঁছাল। ভারতে তৈরি হয়েছে ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণা'স্ত্র 'আকাশ'। নিমেষে শত্রুপক্ষের যু'দ্ধবিমান বা ক্ষেপণা'স্ত্রগুলিকে ধ্বং'স করতে সক্ষম। ৩০ কিলোমিটার পর্যন্ত দূরে ও ১৮ হাজার মিটার উচ্চতায় থাকা শত্রুকে আঘা'ত করতে পারবে এটি।

ফলে বোমারু বিমান ওড়ানোর আগে কয়েকবার ভাবতে হবে চীনকে। এখানেই শেষ নয়, ভারতের আকাশ পাহারায় রয়েছে এয়ার সার্ভেল্যান্স রাডার ও যু'দ্ধ বিমান। দৌলত বেগ ওল্ডিসহ ৩টি বিমানঘাঁ'টি সক্রিয় করেছে ভারত। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যে অত্যাধুনিক এয়ার সার্ভেল্যান্স সিস্টেম আসছে ভারতের হাতে। সেই ব্যবস্থাও কাজে লাগানো হবে চীনকে রুখতে। গত এক মাসে পরপর সেনা কনভয় পৌঁছেছে লাদাখে। এখন দেশের অত্যাধুনিক সমরা'স্ত্রেরও সমাবেশ করছে ভারত। C-17 গ্লোবমাস্টারে চাপিয়ে চণ্ডীগড় থেকে নিয়ে যাওয়া হয়েছে T– 90  ট্যাঙ্ক একবারের পরিবহন খরচই প্রায় ১০ লাখ টাকা। 

উত্তর ভারতের প্রায় সব ক্যান্টনমেন্ট, বিমান ঘাঁ'টি থেকে আধুনিক সমরা'স্ত্র পাঠানো হচ্ছে লাদাখে। প্রায় ৪৫ হাজার সেনার সমাবেশ করা হচ্ছে লাদাখে। চীন সীমান্তের ১৫৯৭ কিমি জুড়ে ৬৫টি পয়েন্টে জো'রদার হয়েছে ন'জরদারি।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের সঙ্গে এই দ্বৈরথ আরও কিছু দিন দীর্ঘ হবে। ৩ মাসের মধ্যে শুরু হয়ে যাবে তুষারপাত। গোটা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে লাদাখ। সেই দীর্ঘ ক'ঠিন সময়ের জন্যও প্রস্তুতি শুরু করে দিয়েছে।

এর আগে, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘ'র্ষে এক কর্নেলসহ ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। ওই সংঘ'র্ষের সময় জখম হন আরও ৭৬ জন ভারতীয় জওয়ানও। সূত্র- জিনিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে