আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃ'তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত কভিড-১৯ রোগে ৫ লাখ ১ হাজার ২৯৮ জনের মৃ'ত্যু হয়েছে।
সং'ক্রমিত রোগী শ'নাক্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে আরও কয়েক ঘণ্টা আগে। গত ২৪ ঘণ্টায় গোটা পৃথিবীতে নতুন রোগী পাওয়া গেছে ১ লাখ ৭৬ হাজার ৫৬৮ জন। তাতে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ৮১ হাজার ৫২২ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন।
আক্রা'ন্ত এবং মৃ'তের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনা'ক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন। মোট মৃ'ত্যু ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৪৩৭ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রা'ন্ত ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন। মা'রা গেছেন ৫৭ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৯০৫ জন।
আক্রা'ন্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রা'ন্তের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৬৪৬, মৃ'ত্যু ৮ হাজার ৯৬৯ জনের। ভারতে এখন পর্যন্ত মোট আক্রা'ন্ত ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন, মৃ'ত্যু ১৬ হাজার ১০৩ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫১৪ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রা'ন্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫০ জন। স্পেনে ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন আক্রা'ন্তের পাশাপাশি ২৮ হাজার ৩৪১ জন মা'রা গেছেন।