মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ০৬:০৭:১৮

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রা'য়ালের জন্য ড্রা'গ কন্ট্রো'ল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল ।সূ'ত্রের খবর, জুলাই মাস থেকেই দু’দফায় এই পরীক্ষা শুরু হবে।

হায়দরাবাদের ভারত বায়োটেক এবং আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ) যৌথ প্রচে'ষ্টায় কোভ্যাকিসন তৈরি করেছে। আগামী দিনে করোনা প্রতিরো'ধে কোভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ব্যাপারে আশাবাদী বহু ভারতীয় বিজ্ঞানীই। তাদের মতে, কোভ্যাকসিন ইতিমধ্যেই নিরাপদ প্রমাণিত হয়েছে। সফলভাবে রোগ প্রতিরো'ধ ক্ষমতা গড়ে তো'লায় এই ভ্যাকসিন কার্যকরী হতে চলেছে বলেই মনে করছে সংশ্লি'ষ্ট মহ'ল।

উল্লেখ্য, কোভ্যাকসিন তৈরি হচ্ছে সার্স কোভ-২ নামক সং'ক্র'মক ভাইরাসেরই স্ট্রে'ন থেকে। মে মাসেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ৩০টি দল ভ্যাকসিন তৈরির কাজ করছে। কর্মরত এক বিজ্ঞানী সংবাদমাধ্যমকে জানান, ১৫ বছরের কাজ ১ বছরের মধ্যে সে'রে ফে'লার চ্যা'লে'ঞ্জ নিয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বজু'ড়েই অবশ্য নজি'রবিহী'ন তৎ'পরতায় ভ্যাকসিন তৈরির কাজ চলছে। দিন কয়েক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ভ্যাকসিনগুলোর মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি বাজারে আসতে পারে অ্যা'স্ট্রাজে'নেকার ভ্যাক'সিন। সূত্র: নিউজ এইটটিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে