মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ০৬:২২:২৩

বিশ্বনেতাদের সঙ্গে এক ভাবে, ঠিক তার উল্টো ভাবে বিশ্বনেত্রীদের সঙ্গে কথা বলেন ট্রাম্প

বিশ্বনেতাদের সঙ্গে এক ভাবে, ঠিক তার উল্টো ভাবে বিশ্বনেত্রীদের সঙ্গে কথা বলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব নেত্রীদের সঙ্গে ফোনকলে কিভাবে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বিষয়ে একটি প্রতিবে'দন প্র'কা'শ করেছে সিএনএন। এর আগে ওয়াটার গেট কেলে'ঙ্কারি নিয়ে অজানা ত'থ্য প্রকাশ করেছিল গণমাধ্যমটি। এবারের প্রতিবে'দনে উঠে এসেছে বাইরের দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কীভাবে কথা বলেন ট্রাম্প। 

পুরুষ নেতাদের সঙ্গে যেভাবে কথা বলেন ট্রাম্প, ঠিক তার বিপরীতভাবে কথা বলেন নারীদের সঙ্গে। কথার মধ্যে থাকে অবমা'ননার সুর। সিএনএনকে দেওয়া এক প্রতিবেদনে মার্কিন সাংবাদিক কার্ল বার্নস্টেইন জানান, হোয়াইট হাউস এবং গোয়ে'ন্দা-সম্প্রদায় সূত্রে উচ্চ শ্রেণিবদ্ধ কলগুলোর সঙ্গে তিনি পরিচিত। 

বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোন কলগুলোতে ট্রাম্প এতটাই আপ'ত্তিজনক ছিলেন যে এই কলগুলো সিনিয়র মার্কিন কর্মকর্তাদের বোঝায় মার্কিন প্রেসিডেন্ট একটি জাতীয় সুর'ক্ষা ঝুঁ'কি তৈরি করেছেন। জাতীয় সুর'ক্ষা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার, জন বোল্টন, প্রতির'ক্ষা সচিব জেমস ম্যাটিস, সেক্রেটারি অব স্টেট অব রেক্স টিলারসন এবং হোয়াইট হাউজের স্টাফ জন স্ট্যান্ড জন কেলি এবং গোয়ে'ন্দা কর্মকর্তারা বলেন ট্রাম্প কথা বলার সময় যে আচরণ করেন তা বিভ্রা'ন্তিকর।

তার প্রধান আ'ক্র'মণ ছিল নারী রাষ্ট্রপ্রধানদের বি'রু'দ্ধে। এরপর সাবেক বিট্রিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র সঙ্গে তার কথো'পক'থন ছিল অবমা'ননামূলক। থেরেসা মে'কে দু'র্ব'ল এবং ভীতু বলেন ট্রাম্প। এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে তিনি বো'কা বলে সম্বোধন করেন এবং তার সঙ্গে রুশ যোগসাজসের অ'ভিযো'গ করেন। তবে ট্রাম্পের এই সমালো'চনাকে ''হাঁসের পিঠে জল ফেলার মতো''  গ্রহণ করেছিলেন মার্কেল ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে