মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ০৭:৩১:২৪

করোনায় গরীবদের জন্য এক বছর ফ্রি রেশন দেয়ার ঘোষণা মমতা ব্যানার্জীর

করোনায় গরীবদের জন্য এক বছর ফ্রি রেশন দেয়ার ঘোষণা মমতা ব্যানার্জীর

আন্তর্জাতিক ডেস্ক : গরিব মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার বনাম রাজ্য সরকারের এক বেনজির প্রতিযোগিতার সাক্ষী থাকল কলকাতা। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে আরও পাঁচ মাস অর্থাৎ‍, নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়ার ঘোষণা করেন। 

এর আধ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষণা, রাজ্য পাঁচ মাস নয়, আরও এক বছর অর্থাৎ, ২০২১ সালের জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেবে। এদিন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ ছিল বিকেল চারটেয়। শেষ হয় সওয়া চারটেয়। ১৫ মিনিটের ভাষণেই তিনি ঘোষণা করেন পুজোর সময় পর্যন্ত অর্থাত্‍ আরও পাঁচ মাস ফ্রিতে জন প্রতি পাঁচ কেজি করে চাল বা গম ও পরিবার পিছু মাসে এক কেজি করে ছোলা দেওয়া হবে।

মোদির এই ঘোষণার মিনিট ১৫ পরে সাড়ে চারটে নাগাদ নবান্নে সাংবাদিক বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন মূলত রাজ্যের করোনা পরি'স্থিতি নিয়েই বিভিন্ন সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী। ১ জুলাই থেকে শুরু হওয়া আনলক ওয়ানে আরও কী কী ছাড় মিলবে, বেসরকারি বাস নিয়ে সম'স্যা কীভাবে মিটবে এনিয়েই সাংবাদিক বৈঠক করেন। 

এরই মধ্যে সাংবাদিকরা তাকে জানান, প্রধানমন্ত্রীর ফ্রি রেশন ঘোষণার কথা। আর তার পরে এক মুহূর্ত সময় না নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, ''ওরা নভেম্বর পর্যন্ত দিচ্ছে, আমি আগামী বছর জুন পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন ব্যবস্থা।'' এদিন মমতা বলেন, তিনি প্রধানমন্ত্রীর ভাষণ শোনেনি। সাংবাদিকদের কাছ থেকেই জানতে চান কী কী বলেছেন মোদী। আর সেটা শুনেই রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করে দেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে