বুধবার, ০১ জুলাই, ২০২০, ১১:৪৫:৩৫

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হা'মলা

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : নিউটাউনে দিলীপ ঘোষের গাড়ির ওপর হা'মলা হয় বলে অভি'যোগ। প্রতিদিনই তিনি মর্নিংওয়াকে বেরোন। বুধবার সকালে তিনি ভা'ঙর পাশ্ববর্তী এলাকায় মর্নিংওয়াকে গিয়েছিলেন। তখনই তাঁর গাড়ির ওপর হা'মলা হয় বলে অভি'যোগ। দিলীপ ঘোষের গাড়ি ও নিরাপত্তাকর্মীর গাড়িও ভা'ঙচুর করা হয়েছে বলে অভি'যোগ। ধা'ক্কাধাক্কা'তি গায়ে চোট পান দিলীপ ঘোষও।  

ঘটনাকে ঘিরে সাতসকালেই নিউটাউনে উ'ত্তেজনা ছড়ায়। দিলীপ ঘোষ বলেন, "ভা'ঙরের ওই এলাকায় তৃণমূল কখনই বিরোধী নেতাকে ঢু'কতে দেয় না। তাই আজকের হা'মলা। তবে এটা তো হতে পারে না। আমি আবার আসব এখানে।"

দিলীপ ঘোষকে এলাকারই এক দলীয় কর্মীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, এদিন ওই এলাকায় দলীয় এক কর্মীর বাড়িতে সকালে চায়ের নিমন্ত্রণ ছিল বিজেপির রাজ্য সভাপতির। সেখানে যেতেই এই 'বাধা'।-জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে