বুধবার, ০১ জুলাই, ২০২০, ০৯:৪৩:২৮

হঠাৎ ইজিবাইক বি'স্ফো'রণে ছি'ন্নভি'ন্ন চালকের দেহ, বি'কট শব্দে এলাকায় আত'ঙ্ক

হঠাৎ ইজিবাইক বি'স্ফো'রণে ছি'ন্নভি'ন্ন চালকের দেহ, বি'কট শব্দে এলাকায় আত'ঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : ব‍্যাটারি চালিত ইজিবাইকে বিকট শব্দে হঠাৎ বি'স্ফো'রণ। কেঁ'পে উঠল গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় শহরের রাজপথ। আর এই বি'স্ফো'রণে ছি'ন্নভি'ন্ন হয়ে গিয়েছে ইজিবাইক চালকের দেহ। মাথার খুলি উড়ে গিয়ে পড়ে রাস্তার পাশের বাড়ির চালে। হাত, পা টু'করো টুক'রো হয়ে রাস্তায় ছড়িয়ে যায়। 

দেহ ছি'ন্নভি'ন্ন হয়ে যাওয়ায় মৃ'ত চালককে শ'না'ক্ত করা সম্ভব হয়নি। বুধবার বিকালে রহ'স্যজনক এই বি'স্ফো'রণের ঘ'টনাটি ঘ'টে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মালদহ শহরের ঘোড়াপীর এলাকার রাস্তায়। ঠিক কী কারণে এই বি'স্ফো'রণ তা জানতে ঘ'টনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার পুলিশ এবং সিআইডির ব'ম্ব স্কো'য়াডের একটি টিম। 

ব‍্যাটারি চালিত ইজিবাইকে এই ধ'রনের বি'স্ফো'রণের ঘটনা প্রথম বলেই মনে করছেন জেলা পুলিশ। ইজিবাইকে ব‍্যাটারি ফে'টেছে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও বি'স্ফো'রণের তী'ব্রতা সেই ধা'রণায় জল ঢেলে দিয়েছে বলে পুলিশের একাংশ দাবি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই টোটোতে কিছু ফাইবার ও কাঠের দরজা এবং কাঠমিস্ত্রিরা যে সামগ্রী ব্যবহার করেন সেগুলিই মজুত ছিল। এতেই স'ন্দে'হ বেড়েছে। অ'স্ত্র কারখানার সরঞ্জাম বহন করা হচ্ছিল কি?

এমন প্রশ্নও উঠেছে। ওই ইজিবাইকটি মালদহ শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে বাগবাড়ি স্ট্যান্ড থেকে মাত্র প্রায় ত্রিশ মিটার দূরে রাজ্য সড়কে বি'স্ফো'রণ ঘ'টে। গোটা এলাকা কেঁ'পে ওঠে। আ'ত'ঙ্কে পালানো শুরু করেন সাধারণ মানুষজন। তবে কী কারণে এই বি'স্ফো'রণ তা পরিষ্কার করে কিছুই জানাতে পারেননি তদ'ন্তকারী পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ''অনেকেই বলছেন, ব্যাটারি গরম হয়ে যাওয়ার কারণে এই বি'স্ফো'রণ ঘ'টেছে। যদি ব্যাটারি থেকে বি'স্ফো'রণ ঘটত, তাহলে তার তী'ব্রতা এতটা হ'ত না। ওই ইজিবাইকে কী ধ'রনের পদা'র্থ মজুত ছিল, তা অবশ্য সিআইডির টিম তদ'ন্ত করে দেখছে‌।'' পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ''ঠিক কী কারণে এই বি'স্ফো'রণ তা তদ'ন্ত না করে কিছু বলা যাবে না। একজনের মৃ'ত্যুর খবর পেয়েছি। তার পরিচয় জানা যায়নি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে