বুধবার, ০১ জুলাই, ২০২০, ১০:২৩:৪২

২০ কেজি সোনা, ২০টি বিলাসবহুল গাড়ি, সব রেখে না ফেরার দেশে 'গোল্ডেন বাবা'

২০ কেজি সোনা, ২০টি বিলাসবহুল গাড়ি, সব রেখে না ফেরার দেশে 'গোল্ডেন বাবা'

আন্তর্জাতিক ডেস্ক : আসল নাম সুধীর কুমার মক্কড়। কিন্তু ভক্তরা তাকে চিনতেন গোল্ডেন বাবা নামে। গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন তিনি। দী'র্ঘদি'ন ধ'রেই অসুস্থ ছিলেন। বুধবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বা'স ত্যা'গ করেন গোল্ডেন বাবা। সন্ন্যাসী হওয়ার আগে সুধীর কুমার মক্কড়ের কাপড়ের ব্যবসা ছিল।

পা'পের প্রা'য়শ্চি'ত্ত করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন বলে জানিয়েছিলেন। গোল্ডেন বাবা নামের পেছনে কারণ রয়েছে। ২০১৩ সাল থেকে তিনি সারা শরীরে কয়েক কোটি টাকার সোনার গয়না পরে থাকতেন। প্রতি বছর বিলাসবহুল গাড়ির শোভাযাত্রা করতেন তিনি। ভক্তদের ঢল নামত গোল্ডেন বাবার সেই শোভাযাত্রায়।

এক সময় কাপড়ের ব্যবসা ছেড়ে হরিদ্বারে হর কি পৌড়িতে ফুল, মালার ব্যবসা শুরু করেন গোল্ডেন বাবা। কিন্তু সেই ব্যবসায় দাঁড়াতে পারেননি। এরপর প্রপার্টি ক্রয়-বিক্রয়ের ব্যবসা শুরু করেন। তাতে প্রচুর অর্থ উপার্জন করেন। ২০১৩ সালে দিল্লির গান্ধীনগরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। তারপর থেকেই তিনি গোল্ডেন বাবা নামে পরিচিত।  

গোল্ডেন বাবা প্রতি বছর ২০ কেজি সোনা শরীরে চাপিয়ে শোভাযাত্রা করতেন। কিন্তু গতবার ১৬ কেজি সোনা পরেছিলেন। শারীরিক অসুস্থতার জন্য। গোল্ডেন বাবার সুর'ক্ষায় সব সময় ২৫-৩০ জন র'ক্ষী থাকত। কারণ ভিড়ের মধ্যে শরীরে থাকা সোনা চুরির ভয় থাকতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে