বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ১২:২২:১২

সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, দীর্ঘমেয়াদি স'ঙ্ঘা'তের জন্য প্রস্তুত ভারত

সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, দীর্ঘমেয়াদি স'ঙ্ঘা'তের জন্য প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের গালওয়ান নিয়ে আলোচনার মধ্যেও স'ঙ্ঘা'ত পরি'স্থিতি সীমান্তে। সেখানে ফের শ'ক্তি বাড়াতে শুরু করেছে চীন। প্রকৃত নিয়'ন্ত্রণরেখা (এলএসি) বরাবর নতুন করে সশ'স্ত্র বা'হিনী মোতায়েন করেছে তারা। তিব্বত এবং শিনজিয়াং প্রদেশেও অতিরিক্ত ১০ হাজার বা'হিনী মোতায়েন করা হয়েছে। সেখানে নিয়মিত মহ'ড়া দিচ্ছে চলছে। সীমান্ত পরি'স্থিতি নিয়ে দু'দেশের বৈঠকের মধ্যেই বুধবার দিল্লি সূত্রে এমন তথ্য সামনে এলো। 

আলোচনার মাধ্যমে সম'স্যা সমাধানে আগ্রহী হলেও, সীমান্তে চীনা বাহিনীর গতি'বিধির উপর ভারতীয় নিরা'পত্তাবা'হিনী কড়া ন'জরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। এদিন সরকারি একটি সূ'ত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, সীমান্ত সং'ল'গ্ন এলাকায় সব মিলিয়ে প্রায় ২০ হাজার বা'হিনী মোতায়েন করেছে চীন। এ ছাড়াও উত্তর শিনজিয়াং প্রদেশে অতিরিক্ত বা'হিনী মোতায়েন করে রেখেছে। এমন জায়গায় ওই বা'হিনী মোতায়েন রয়েছে, যেখান থেকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের মো'কা'বিলায় নামানো যাবে তাদের।

তবে চীনকে উপ'যুক্ত জ'বা'ব দিতে ভারতের তরফে প্রস্তুতিতে খামতি নেই বলে জানানো হয়েছে। বলা হয়েছে, পূর্ব লাদাখে ভারতও অতিরিক্ত পদাতিক সেনা মোতায়েন করে রেখেছে। দীর্ঘ সময় সেখানে থাকতে হতে পারে, তার জন্য প্রয়োজনীয় জামাকাপড় এবং সরঞ্জাম দেওয়া হয়েছে তাদের। প্রকৃত নিয়'ন্ত্রণরেখায় চীনকে জ'বা'ব দিতে অতিরিক্ত ট্যাঙ্ক এবং সাঁজোয়া বাহিনীও লাদাখে নিয়ে যাওয়া হয়েছে। গালওয়ান উপত্যকা এবং পেট্রলিং পয়েন্ট ১৫-তে চীনা বা'হিনীর মুখো'মুখি রাখা হয়েছে তাদের। এ ছাড়াও, প্যাংগং হ্রদ এবং ফি'ঙ্গার এলাকাগুলিতে ভারতের তরফে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে