বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০৭:৩৫:০৪

করোনায় মৃ'ত ব্যক্তির ম'রদেহ টেনে হিঁ'চড়ে নেওয়ার মর্মা'ন্তিক ভিডিও ভাই'রাল

করোনায় মৃ'ত ব্যক্তির ম'রদেহ টেনে হিঁ'চড়ে নেওয়ার মর্মা'ন্তিক ভিডিও ভাই'রাল

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এমন নি'থর দেহ টেনে হিঁ'চড়ে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন পিপিই পরে থাকা দু'জন ব্যক্তি। ২০০ মিটারেরও বেশি দূরত্ব টেনে হিঁ'চড়ে নিয়ে যাওয়া হয় মৃ'তর নিথর শরীর। ঘ'টনাটি ঘ'টেছে ভারতের কর্ণাটকে। এই মর্মা'ন্তিক ঘ'টনার একটি ভিডিও ভাই'রাল হয়েছে। এর পরই বিষয়টি সামনে আসে। এর আগেও কর্ণাটকের বল্লারিতে একই গর্তে একের পর এক করোনায় মৃ'তদের দেহ ছুড়ে ফেলে কবর দেওয়ার ছবি সামনে এসেছিল।

ভাই'রাল হওয়া ভিডিওতে দেখা গেছে, করোনায় মৃ'তদের দেহ যেমন ব্যাগে মুড়ে দেওয়া হয়, তেমনই একটি ব্যাগ পিপিই পরে থাকা কয়েকজন ব্যক্তি মাটিতে টেনে হিঁ'চড়ে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। পিপিই পরি'হিত ব্যক্তিরা স্বাস্থ্যকর্মী, কারণ করোনায় মৃ'ত্যু হলে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা ছাড়া কেউ মৃ'তদেহ ছুঁ'তে পারেন না। এই ম'র্মা'ন্তিক ভিডিও দেখে ক্ষো'ভে ফে'টে পড়েছেন স্থানীয় মানুষ। দো'ষীদের চি'হ্নি'ত করে ক'ঠো'র শা'স্তির আবেদন জানিয়েছেন তারা।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনায় মৃ'তদের কবরের জন্য নির্দিষ্ট করা জায়গার পাশে যে গ্রাম রয়েছে সেখানকার বাসিন্দারা মৃ'তদেহ কবরের কাজে আ'প'ত্তি জানায়। তখন স্বাস্থ্যকর্মীরা মৃ'তদেহগুলো টেনে হিঁ'চড়ে গ্রামের বাইরে নিয়ে যান। কিন্তু এই প্রক্রিয়ায় মৃ'তদের প্রতি যে অসম্মানজনক ব্যবহার করা হয়েছে তা নি'ন্দ'নীয়।

কর্ণাটকের ডিএম এম কুলরমা রাও এরই মধ্যে এই ঘ'টনায় দায়িত্বে থাকা কর্মীদের শো'কজ নো'টিস পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাই'রাল হতেই রাজ্যজুড়ে নি'ন্দার ঝড় ওঠেছে এবং ঘ'টনায় তদ'ন্তের দাবি জানানো হয়েছে। ভিডিওটি দেখুন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে