বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ১০:১৫:১৮

যে কোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন নেপালের প্রধানমন্ত্রী

যে কোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : যে কোনও মুহূর্তে পদত্যা'গ করতে পারেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। জো'র জল্পনা শুরু। কারণ পদত্যা'গের জ'ল্পনার মধ্যেই এদিন সকালে নেপালের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যান ওলি। দীর্ঘক্ষণ কথা হয় দুপক্ষের। মূলত মন্ত্রিসভার মিটিংয়ের বিষয়ে আলোচনা করতে নেপালের প্রধানমন্ত্রীর সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, এদিনই আবার কেন সে দেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ওলি, তা নিয়ে জ'ল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সেখানেই তার পদত্যা'গের কথা বলবেন? গত কয়েকদিন ধ'রে পদত্যা'গের জন্য চা'প দেওয়া হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। এরই মধ্যে বুধবার বুকে ব্যাথা নিয়ে তাকে ভর্তি করা হল হাসপাতালে।

এদিনের তাকে কাঠমান্ডুর শহীদ গঙ্গালাল ন্যাশনাল হার্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। তার প্রেস অ্যাডভাইজার সূর্য থাপা এক টুইট বার্তায় জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত সপ্তাহেই নেপালের প্রধানমন্ত্রী অভিযো'গ করেছিলেন যে তার সরকার ফেলে দেওয়ার ষ'ড়য'ন্ত্র চলছে ভারতে। আর তারপরই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বি'রু'দ্ধে ক্ষো'ভ বাড়ল দলের অ'ন্দ'রেই। 

নেপালের কমিউনিস্ট পার্টির শীর্ষনেতারাই ওলির পদত্যাগের দাবি জানাচ্ছেন। সংবাদসংস্থা এএনআই-এর দাবি অনুযায়ী, মঙ্গলবার নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারাই তার পদত্যাগের আরও জো'রাল দাবি তুলেছেন৷ মঙ্গলবার দলের ৪৪ তম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পুষ্পকমল দাহাল, মাধব নেপাল সহ দলের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ওলির ইস্তফার দাবিতে সরব হন৷ সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে