আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ করে দেওয়ার সাড়ে ৩ মাস (১০৬ দিন) পর যুক্তরাজ্যের মসজিদগুলো খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার (৪ জুলাই) থেকে মসজিদ খোলার কথা রয়েছে।
তবে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ১৩ জুলাই থেকে মসজিদগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে বলে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
টাওয়ার হ্যামলেটসের ৪৫টি মসজিদের নেতৃত্বধানকারি সংগঠন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক গত বুধবার রাতে জানান, এ নিয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে পুরোপুরি একটি গাইডলাইন দেয়া হবে। বৃটেনের অন্যান্য এলাকার মসজিদগুলোর সাথে সমন্বয় সাধন করে তারা মসজিদগুলো খুলতে চান।