শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৬:৫৩:০৭

পাকিস্তানে ভ'য়াব'হ দুর্ঘ'টনা, ২০ জনের মৃত্যু

পাকিস্তানে ভ'য়াব'হ দুর্ঘ'টনা, ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভ'য়াব'হ সড়ক দু'র্ঘ'টনার ঘ'ট'না ঘটেছে। এতে কম্পক্ষে ২০ জন নি'হ'ত হয়েছেন এবং আটজন আ'হ'ত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে পাঞ্জাব প্রদেশের শেখপুরা নামক এলাকার একটি রে'লক্র'সিংয়ে এই দু'র্ঘ'টনা ঘ'টে। এই ঘ'ট'নায় শো'ক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

আহ'তদের চিকিৎসার সব দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন তিনি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নানকানা সাহেব থেকে ২৫ থেকে ৩০ জন শিখ তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। আর ঘা'ত'ক শাহ হুসেন এক্সপ্রেস ট্রেনটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। পাঞ্জাবের শেখপুরার ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে দু'র্ঘ'টনাটি ঘ'টে। 

কোনও বা'ধা না থাকায় বাসটি রেলওয়ে ক্র'সিং পেরিয়ে আসছিল। ক্র'সিংয়ের কাছে ট্রেনটি বাসে ধা'ক্কা মা'রে। এতে ২০ জনের মৃ'ত্যু হয়। গু'রু'তর আহ'ত হয়ে হাসপাতালে মৃ'ত্যুর সঙ্গে পাঞ্জা ল'ড়ছেন আরো আটজন। এদিকে, এই ঘ'টনার খোঁ'জ নিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এবং রেলমন্ত্রী শেখ রশিদ। রেল মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এই ঘ'টনায় ২০ জনের মৃত্যু হয়েছে। গা'ফিল'তির অ'ভিযো'গ ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে ব'রখা'স্ত করা হয়েছে। সূত্র: ডন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে