শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৯:০৮:১৪

করোনা মো'কাবেলায় 'উজ্জ্বল সাফল্য' গড়েছে উত্তর কোরিয়া : কিম

করোনা মো'কাবেলায় 'উজ্জ্বল সাফল্য' গড়েছে উত্তর কোরিয়া : কিম

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামা'রী কোভিড-১৯ করোনা ভাইরাস মো'কাবেলায় উজ্জ্বল সাফল্য অর্জনের দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষ'মতাসীন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর মিটিংয়ে কিম জানান, তার দেশ স'র্বনা'শা ভাইরাসটির প্রবেশ ব'ন্ধ করে দিয়েছে এবং স্বাভাবিক পরি'স্থিতি বজায় রেখেছে। উত্তর কোরিয়ার দাবি, করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আগে অন্তত ৬ মাস আগেই সেদেশের সীমানা ব'ন্ধ করে দেয়া হয় এবং কয়েক হাজার লোককে আ'ইসোলে'শনে রাখা হয়।

এর ফলে উত্তর কোরিয়ায় কোনো করোনা রো'গী নেই। যদিও বিশ্লে'ষকেরা এই দাবির সঙ্গে একমত হতে পারেননি। তাদের ভাষ্য, করোনা সং'ক্রা'ন্ত ত'থ্য গো'পন করছে দেশটি। বৃহস্পতিবারের ওই বৈঠকে করোনা মো'কাবেলায় গত ছয়মাসে জা'রি করা জ'রু'রি পরি'স্থিতির নানা প'দক্ষে'পের বিশ'দ বর্ণনা দেন কিম জং উন।

দেশটির ক্ষ'মতাসীন পার্টির কেন্দ্রীয় কমিটির দূ'রদ'র্শী নেতৃত্বের কারণে ভাইরাসটি মো'কাবে'লায় সাফল্য এসেছে বলে উত্তর কোরিয়া নেতা জানান। তিনি সবাইকে ভাই'রাসটি শেষ না হওয়া পর‌্যন্ত সত'র্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে