শনিবার, ০৪ জুলাই, ২০২০, ১২:১০:২৫

বহু করোনা রোগীর জীবন বাঁ'চানো সেই ডাক্তারের মৃ'ত্যু করোনাতেই!

বহু করোনা রোগীর জীবন বাঁ'চানো সেই ডাক্তারের মৃ'ত্যু করোনাতেই!

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতে করোনা সং'ক্রমণ শুরু হওয়ার পর থেকেই নিজের নেওয়া চিকিৎসকের শপথকে মনে করে ঝাঁ'পিয়ে পড়েছিলেন করোনা রোগীদের সুস্থ করার ল'ড়াইয়ে৷ আর এই কাজ করতে করতেই মার'ণভাইরাস থাবা বসায় লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক অসীম গুপ্তের শরীরে৷ অনেক রোগীকে করোনামুক্ত করে বাড়ি ফিরলেও নিজে আর মারণভাইরাসের বি'রুদ্ধে জিততে পারেননি৷

চিকিৎসক অসীমগুপ্তের মৃ'ত্যু হয় ম্যাক্স হাসপাতালে৷ এরপর তাঁর শেষকৃ'ত্য হয় নিগম বাধে ঘাটে৷ এই শেষকৃ'ত্য অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর চিকিৎসক স্ত্রী নিরুপমা, ছোট ছেলে আরিয়ান ও তাঁর সহকর্মীরা। মৃ'ত ডাক্তার নিজে মাস্ক ও স্যানেটাইজারের জোগানের বিষয়টি দেখতেন৷ তিনি অ্যানেসথেসিস্ট ছিলেন৷

ডাক্তার অসীম গুপ্তের মৃ'ত্যুর পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর পরিবারের হাতে এক কোটি টাকা তুলে দেন৷ কেজরিওয়াল জানিয়েছেন, অসীম গুপ্ত করোনা রোগীদের চিকিৎসা করতে করতে শহীদ হয়েছেন৷ কেজরিওয়াল আরো জানিয়েছেন, নিজের কথা না ভেবে সব সময় করোনা রোগীদের চিকিৎসার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন এই চিকিৎসক৷ এ ধরনের ল'ড়াইয়ে চিকিৎসকরাই সবার বড় ভরসা৷ ডাক্তার গুপ্তের এ রকম মৃ'ত্যুতে গভীর শো'কের ছায়া নেমে আসে সব মহলে৷

ডাক্তার গুপ্তের চিকিৎসক স্ত্রী পরিবার নিয়ে নয়ডার বাড়িতে রয়েছেন৷ সেখানেই তাঁকে এক কোটি টাকার চেক পৌঁছে দেওয়া হয়৷ ডাক্তার নিরুপমাকে দিল্লির কোনো হাসপাতালে চাকরির ব্যবস্থা করার কথাও জানিয়েছেন কেজরিওয়াল৷

গত শনিবার করোনায় মৃ'ত্যু হয় ডাক্তার গুপ্তের৷ ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ করোনা সং'ক্রমিতদের চিকিৎসা করতে করতেই সং'ক্রমণ ছড়িয়েছিল তাঁর শরীরে৷ তাঁর চিকিৎসা চলাকালীন তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল৷ সূত্র- নিউজ ১৮।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে