শনিবার, ০৪ জুলাই, ২০২০, ১২:২২:৩১

দিল্লি দা'ঙ্গায় 'জয় শ্রীরাম' না বলায় ৯ মুসলিমকে হ'ত্যা

দিল্লি দা'ঙ্গায় 'জয় শ্রীরাম' না বলায় ৯ মুসলিমকে হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : 'জয় শ্রীরাম' না বলায় দিল্লি দা'ঙ্গায় ৯ জনকে খু'ন হতে হয়েছিল বলে চা'ঞ্চ'ল্যকর তথ্য উঠে এসেছে ওই ঘ'টনায় দিল্লি পুলিশের দেওয়া চূড়া'ন্ত চা'র্জশি'টে। আর নিহ'তদের সবাই ছিলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। চার্জশিটে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ  বানিয়ে হা'ম'লাকারীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত। 

বিভিন্ন এলাকার আমজনতাকে ধ'রে তাদের পরিচয় জানতে চাইত। ভিন্ন ধর্মাবলম্বী হলে তাদের 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করা হতো। কেউ তা বলতে অ'স্বী'কার করলে খু'ন পর্যন্ত করত ওই অ'ভিযু'ক্তরা। চা'র্জশি'টে আরো বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ''ক'ট্টর হিন্দু একতা'' তৈরি করা হয়েছিল। যেখানে প্রায় ১২৫ জন সদস্য ছিল। কোন এলাকায় কারা অ'শা'ন্তি ছড়াবে, কিভাবে অ'শা'ন্তি ছড়ানো হবে, কে কে থাকবে সেই এলাকায়, এমনকি অ'স্ত্রের জো'গা'নও মিলত এই গ্রুপে।

তবে গ্রুপের ক্রিয়েটর, অর্থাৎ যে এই গ্রুপটি তৈরি করেছিল সে এখনো ধ'রা-ছোঁয়ার বাইরে বলে চা'র্জশি'টে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। তারা আরো জানিয়েছে, ৮ মার্চ ৪৭ জন গ্রুপটি ছেড়ে দিয়েছিল। ২৯ জুন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যে চা'র্জশি'ট জমা দেওয়া হয়েছে, তাতে ৯ জনের খু'নের বি'স্তা'রিত তথ্য দেওয়া হয়েছে। সেই ৯ জন হলেন- হামজা, আমিন, ভুরে আলী মুরসালিন, আস মুহাম্মদ, মুশারফ, আকিল আহমেদ, হাসিম আলী ও আমির খান।

চা'র্জশি'টে বলা হয়েছে, ''২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাতে গঙ্গাবিহার এলাকায় যতীন শর্মা, ঋষভ চৌধুরী, বিবেক পাঞ্চাল, লোকেশ সোলাঙ্কি, পঙ্কজ শর্মা, প্রিন্স, সুমিত চৌধুরী, অঙ্কিত চৌধুরী ও হিমাংশু ঠাকুর অন্যান্য দা'ঙ্গাকারীর সঙ্গে স'ক্রিয় ছিল। তারা ওই ৯ জন মুসলিমকে খু'ন করেছে।''

কিভাবে হ'ত্যা করা হয়েছিল তাদের? এ প্রসঙ্গে পুলিশ চা'র্জশি'টে জানিয়েছে, ধর্ম জানার জন্য রাস্তায় সাধারণ মানুষকে ধ'রে ধ'রে নাম জানতে চাইত দা'ঙ্গাকারীরা। এমনকি, পরিচয় মিলিয়ে দেখত পরিচয়পত্রের সঙ্গে। ভিন্ন ধর্মাবলম্বী হলেই 'জয় শ্রীরাম' বলতে বা'ধ্য করা হতো। বলতে অস্বী'কার করলেই কপালে জুটত বে'ধ'ড়ক মা'র। এমনকি মা'রতে মা'রতে খু'নও করে ফেলা হতো। সূত্র : সংবাদ প্রতিদিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে