শনিবার, ০৪ জুলাই, ২০২০, ১১:২২:৫২

সৌদি আরবের গভীরে ব্যাপক হা'মলা

সৌদি আরবের গভীরে ব্যাপক হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক :  ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা জানিয়েছে, তাদের কয়েকটি ড্রোন সৌদি আরবের গভীরে হা'মলা চালিয়েছে। হাউছি আনসারুল্লাহ আ'ন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর তাদের বর্ব'র আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সৌদি আরবের বি'রুদ্ধে আরো হা'মলা চালানো হবে।

বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক টুইটার পোস্টে বলেন, ইয়েমেনের কয়েকটি ড্রোন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত ও নাজরান শহরে শুক্রবার দুপুরে ব্যাপকভাবে হা'মলা চালিয়েছে। তিনি জানান, এই হা'মলায় ইয়েমেনের বিমান বাহিনী কাসেফ-টু ড্রোন ব্যবহার করে।

জেনারেল সারিয়ি জানান, নাজরান বিমানবন্দরের কন্ট্রোল রুম, অ'স্ত্রের গুদাম এবং খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমান ঘাঁ'টিতে হা'মলা চালানো হয়।

জেনারেল সারিয়ি গত বৃহস্পতিবার বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের ওপর হা'মলা চালানো ইয়েমেনিদের বৈধ অধিকার। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে