শনিবার, ০৪ জুলাই, ২০২০, ০৪:৫৫:৪৮

ভারী বৃষ্টিপাতের মধ্যেই ভারতে করোনার নতুন রেকর্ড

ভারী বৃষ্টিপাতের মধ্যেই ভারতে করোনার নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে শনিবার একদিনে করোনা আক্রা'ন্তের নতুন রে'কর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার লোক এই মহামা'রীতে পজি'টিভ এসেছে। আর মৃত্যু হয়েছে ৪৪২ জনের। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মৌসুমি ভারী বৃষ্টিপাতের মধ্যেই দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সং'ক্র'মণের হা'র বেড়েছে।

নতুন আক্রা'ন্তের সংখ্যার মধ্যে ছয় হাজার ৩৬৪ জন মহারাষ্ট্রের। এছাড়াও রাজ্যটিতে এদিন ১৯৮ জনের মৃ'ত্যু হয়েছে। করোনা বিস্তা'রের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় নম্বরে আছে ভারত। শনিবার আ'ক্রা'ন্তের সংখ্যা ছয় লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে। ভারতের চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া। মুম্বাইয়ের কর্মকর্তারা বাসিন্দাদের উপকূলীয় অঞ্চল থেকে দূরে থাকতে অনুরোধ করেছেন। 

আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাতে শহরের বিভিন্ন অংশে জ'লাব'দ্ধতার সৃষ্টি হয়। এতে করোনা নিয়'ন্ত্রণ চেষ্টা ব্যাহ'ত হতে পারে। নতুন সং'ক্র'মণও ব্যা'পকহা'রে বাড়তে পারে। আ'ক্রা'ন্তের দিক থেকে মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু। রাজ্যটিতে লাখখানেক লোক এই প্রা'ণঘা'তী ভাই'রাসটিতে আ'ক্রা'ন্ত হয়েছেন। 

মহামা'রীর লাগাম ধ'রতে গত মার্চে বিশ্বের সবচেয়ে ক'ঠো'র লকডাউনের ঘোষণা দিয়েছিল ভারত। কিন্তু অর্থনীতিকে সচল করে দিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা শি'থিল করে দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে আ'ক্রা'ন্তের সংখ্যা চূড়ায় পৌঁছাতে আরও কয়েক সপ্তাহ কিংবা মাস লেগে যাবে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও ইতিমধ্যে বি'প'র্যয়ের মধ্যে পড়ে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে