রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০৪:৩৭:২৭

'আমার ছেলে সারা জীবন অনেক পা'প করেছে, ওকে গু'লি করে মা'রা হোক'

'আমার ছেলে সারা জীবন অনেক পা'প করেছে, ওকে গু'লি করে মা'রা হোক'

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে কু'খ্যা'ত ডন বিকাশ দুবেকে ধ'রতে গিয়ে গু'লিতে পুলিশের ৮ সদস্য প্রা'ণ হা'রান। হা'মলার পর ৩৬ ঘণ্টা পার হলেও এখনও বিকাশ ও তার দলবলের খোঁ'জ পায়নি পুলিশ। তবে ওই ঘ'টনায় ছেলের কাজে চ'র'ম ক্ষু'ব্ধ বিকাশের পরিবার। 

তার মা সরলা দেবী জানিয়েছেন, তার ছেলেকে যেন মে'রে ফেলে পুলিশ। তিনি বলেন, গত চার মাস বিকাশের সঙ্গে দেখা হয়নি। ছোট ছেলের সঙ্গে লখনৌতে থাকি। তবে বিকাশের অ'পকর্মের জন্য বার বার সম'স্যায় পড়তে হয়েছে আমাদের। ওর আ'ত্মসম'র্পণ করা উচিত। নইলে ওকে খুঁ'জে পেলেই এ'নকা'উন্টার করে মা'রা হোক। সারা জীবন অনেক পা'প করেছে। ওকে গু'লি করে মে'রে ফেলা উচিত।''

গত শুক্রবার ভোরে উত্তরপ্রদেশের কানপুরে ৬০ মামলার আসা'মি সন্ত্রা'সী বিকাশ দুবেকে ধ'রতে গেলে অ'ত'র্কিত হা'মলার শি'কার হয় পুলিশ। এতে পুলিশের একজন সুপারিন্টেন্ডেন্ট, তিনজন এসআই ও চারজন কনস্টেবল ঘ'টনা'স্থলেই নিহ'ত হন। পুলিশের ওপর হা'ম'লার পর ৩৬ ঘণ্টা কে'টে গেলেও এখনও বিকাশ ও তার দলবলের খোঁ'জ পায়নি পুলিশ। 

তবে বিকাশের বাবা রাজকুমার দুবেকে আ'ট'ক করেছে পুলিশ। তার কাছ থেকে ছেলের গ'তিবি'ধি জানার চেষ্টা হচ্ছে। এদিকে বিকাশ ও সঙ্গীদের গ্রে'ফতারের জন্য ২৫টি দল তৈরি করেছে পুলিশ। অ'ভিযা'নে নেমেছে স্পে'শা'ল টাস্ক ফোর্সও। বিকাশের অবস্থান সম্পর্কে জানতে পাঁচশোরও বেশি মোবাইলের ত'থ্য খ'তিয়ে দেখা হচ্ছে। তার ব্যা'পারে ত'থ্য দিলে ৫০ হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে। সূ'ত্র: আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে