আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে মু'খোমুখি সংঘ'র্ষের পর উত্তর ইডাহো এলাকার একটি লেকের ওপর ভে'ঙে পড়েছে দুটি বিমান। ধারণা করা হচ্ছে, দু'র্ঘটনায় বিমান দুটি থাকা ৮ জন আরোহীই নিহ'ত হয়েছেন।
বার্তা সংস্থা সিএনএন জানায়, রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত কোউর ডি’এলিন লেকে বিমান দুটি ভে'ঙে পড়ে।
পানিতে ডুবে যাওয়ার আগে দুজনের লা'শ উ'দ্ধার করা হয়। এখনও ৬ জন নি'খোঁজ রয়েছন। লেকের পানিতে ত'ল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দু'র্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশ'ঙ্কা, দুই বিমানের কেউই বেঁ'চে নেই।