সোমবার, ০৬ জুলাই, ২০২০, ০৪:২৮:৩৬

ভারতে একদিনে করোনায় যুক্তরাষ্ট্রের দ্বিগুণ মৃত্যু

ভারতে একদিনে করোনায় যুক্তরাষ্ট্রের দ্বিগুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস কোনোভাবেই নিয়'ন্ত্রণ করতে পারছে না ভারত। অতীতের সব রে'ক'র্ড ভে'ঙে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মা'রা গেছে ৪২১ জন। করোনা মহামা'রীতে না'স্তা'নাবুদ যুক্তরাষ্ট্রে এ সময় মা'রা গেছে ২৫১ জন।

করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষ'তিগ্র'স্ত দেশগুলোর তালিকায় রাশিয়াকে পেছনে ফেলে এবার তিন নম্বরে উঠে এলো ভারত। দেশটিতে করোনায় মোট আ'ক্রা'ন্তের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ৩৯৬ জন। আর রাশিয়ায় মোট আ'ক্রা'ন্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন।

এর ফলে রোববারই রাশিয়াকে ট'পকে যায় ভারত। এখন দেশটির আগে শুধু রয়েছে আমেরিকা ও ব্রাজিল।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আমেরিকার জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের রিপো'র্টের বরাতে এ তথ্য নি'শ্চিত করেছে সংবাদমাধ্যম এই সময়।

খবরে বলা হয়, বর্তমানে বিশ্বে সর্বাধিক করোনা আক্রা'ন্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় ২৮ লাখেরও বেশি মানুষ কোভিড ১৯-এ আক্রা'ন্ত। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রা'ন্ত প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ। এতদিন তৃতীয় অবস্থানে ছিল রাশিয়া। তবে রোববারের রেকর্ড বৃদ্ধিতে রাশিয়াকে সরিয়ে সেই স্থান দ'খল করল ভারত।

ভারতে গত দুদিন ধরেই ২৪ হাজার ছুঁয়ে ফেলছিল একদিনে আক্রা'ন্তের সংখ্যা। যার ফলে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রা'ন্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে রোববার সেই সংখ্যা পৌঁছে যায় ২৪ হাজার ৮৫০ জনে। যা ২৪ ঘণ্টার আক্রা'ন্তের হিসাবে রে'কর্ড।

শনিবারের হিসাব অনুযায়ী, এক দিনে ২২ হাজার ৭৭১ জনের দেহে নতুন করে সং'ক্র'মণ ধ'রা পড়ায় পুরনো সব রে'কর্ড ভে'ঙে গিয়েছিল। পরদিন রোববার সং'ক্র'মণের সংখ্যা ছাড়িয়ে যায় ২৪ হাজার। এ নিয়ে পর পর তিন দিন বিশ হাজারেরও বেশি নতুন করে আক্রা'ন্ত হয়। তবে মন্ত্রণালয়ের দাবি, সুস্থতার হার বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন চার লাখের বেশি মানুষ। সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে