সোমবার, ০৬ জুলাই, ২০২০, ০৬:৩৩:৪৬

লাদাখ ছেড়ে পি'ছু হ'টলো ভারতীয় সেনা

লাদাখ ছেড়ে পি'ছু হ'টলো ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক : সীমা'ন্তে উত্তে'জনার মধ্যে পূর্ব লাদাখের গালওয়ান উপ'ত্যকা থেকে কিছুটা পি'ছিয়ে সেনা স'রিয়েছে ভারত। উত্তে'জনা কমাতে 'বাফার জো'ন' তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষে'প বলে জানা গেছে। জানা গেছে, গালওয়ানে প্রায় দু'কিলোমিটার পি'ছিয়েছে চীন সেনাও। তবে গালওয়ান নদীর তীরে এখনও পিপলস লি’বারে’শন আর্মির সাঁ'জো’য়া গাড়ি রয়েছে।

ভারতীয় বাহি'নীও আগের অবস্থান থেকে কিছুটা পি'ছিয়ে এসেছে। গত ২২ এবং ৩০ জুন দুই সেনাবাহি'নীর মধ্যে বৈঠকের পর এই সেনা পি'ছানো হলো। এর আগে গত ১৫ জুন গালওয়ানে ভারত-চীনা সেনাদের মধ্যে সং'ঘ'র্ষে ২০ জন ভারতীয় সেনার মৃ'ত্যু হয়। চীনেরও সেনা হ'তাহ'ত হয়।

এদিন খবরে প্রকা'শ, প্রকৃ'ত নিয়'ন্ত্র'ণরেখা (এলএসি)-র অ'ন্দ'রে ভারতীয় ভূ'খ'ণ্ডে অবস্থিত ওই এলাকা থেকে প্রায় দু'কিলোমিটার পি'ছনে স'রেছে চীন সেনা। কয়েকটি সংবাদমাধ্যমে প্রকা'শিত একটি খবরে জানানো হয়েছে, গালওয়ান উপত্যকায় মো'তায়েন ভারতীয় বাহি'নীও আগের অবস্থান থেকে কিছুটা পি'ছিয়ে এসেছে। 

এনএনআই জানিয়েছে, গালওয়ানে র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষের পরে গত ২২ এবং ৩০ জুন দুই সেনার কোর কমা'ন্ডার স্ত'রের বৈঠকের ফলশ্রু'তিতেই এই 'ডি'সএনগে'জমেন্ট'। রবিবার থেকেই চীন সেনার ত'রফে পি'ছু হ'ঠা শুরু হয়। তবে গালওয়ান ও গোগরা হ'ট স্প্রিং' এলাকায় প্র'ক্রি'য়া কার্য'কর হলেও প্যাং'গং লেকের উত্তরে চীন সেনা সরবে কি না, সে বিষয়ে স'ন্দিহা'ন নিরা'পত্তা বিশে'ষজ্ঞেরা। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে