সোমবার, ০৬ জুলাই, ২০২০, ১০:৪৫:৫৮

করোনার মধ্যেই ভয়ঙ্কর মগজ খেকো অ্যামিবার, ৭ দিনেই নি'শ্চিত মৃত্যু!

করোনার মধ্যেই ভয়ঙ্কর মগজ খেকো অ্যামিবার, ৭ দিনেই নি'শ্চিত মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস মহামা'রির মধ্যেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বি'র'ল মস্তিষ্ক খে'কো অ্যামিবায় আ'ক্রা'ন্ত এক ব্যক্তিকে শনা'ক্ত করা হয়েছে। ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হিলসবোরো কাউন্টির এক অধিবাসী নায়েগ্লেরিয়া ফাওলেরি নামের ওই ক্ষ'তিকর অ্যামিবায় আক্রা'ন্ত হয়েছেন। এরইমধ্যে ওই এলাকায় স'ত'র্কতা জারি করা হয়েছে।

সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এ অ্যামিবায় আ'ক্রা'ন্ত হতে দেখা গেলেও ফ্লোরিডার ক্ষেত্রে তা বি'র'ল। সেখানে ১৯৬২ সাল থেকে এ পর্যন্ত এমন ৩৭টি ঘ'টনা দেখা গেছে। এই আ'ণুবী'ক্ষণিক এক-কো'ষী অ্যা'মিবা মানুষের মগজে সং'ক্র'মণ ঘ'টিয়ে থাকে, এবং এটা সাধারণত প্রা'ণঘা'তী হয়। 

গরম মিষ্টি পানিতে বাস করা এই অ্যামিবা নাকের ভেতর দিয়ে মানুষের দেহে ঢোকে। তবে এটা একজন থেকে আরেক জনের দেহে ছড়ায় না বলে কর্মকর্তারা বলছেন। এই বি'পজ্জ'নক অ্যামিবার ব্যাপারে স্বাস্থ্য বিভাগ ফ্লোরিডার হিলসবরা কাউন্টির বাসিন্দাদের স'ত'র্ক করে দিয়েছে। তারা জনগণকে বলছে, পানির কল বা অন্য কোন উৎস থেকে পানি যেন কোন মতেই নাকে প্রবেশ না করে।

এই অ্যামিবায় যারা আ'ক্রা'ন্ত হয় তাদের মধ্যে জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা এবং বমির উপসর্গ দেখা যায়। পাশাপাশি তাদের ঘাড় শ'ক্ত হয়ে যায় এবং এক সপ্তাহ সময়ের মধ্যেই রোগী মা'রা যায়। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার একটি হ্রদের পানিতে প্রথম এই মস্তিষ্ক-খেকো অ্যামিবাদের স'ন্ধা'ন মিলেছিল। দ্রুত কো'ষ বিভা'জন করে অ্যামিবারা। 

সেজন্য বট ওয়াটার লেক বা উষ্ণ প্রস্র'বণগুলোতে এদের দেখা মেলে অনেক বেশি। শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায়, দূ'ষি'ত পানিতেও দেখা মেলে এদের। দী'র্ঘ'দিন ধ'রে পরিষ্কার না করা সুইমিং পুল বা ক্লো'রিনেটেড নয় এমন ব'দ্ধ পানিতে দ্রুত ছড়ায় অ্যামিবারা। এককো'ষী হলেও এদের প্রভাব মা'রা'ত্মক। মানুষের স্না'য়ুকো'ষকে নিমে'ষে ক্ষ'তিগ্র'স্ত করতে পারে এই অ্যামিবারা। সূত্র: বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে