মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০, ১১:১৯:২২

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রা'ন্তদের ৯৯ শতাংশের রোগই ‘মামুলি’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রা'ন্তদের ৯৯ শতাংশের রোগই ‘মামুলি’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক বিশ্বকে থ'মকে দেয়া বৈশ্বিক মহামা'রী করোনাভাইরাসকে এখনও গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের প্রমাণ বা তথ্য-উপাত্ত ছাড়াই তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ৯৯ শতাংশ ঘটনাই ‘কোনো ক্ষ'তিকর নয়’। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রা'ন্তদের ৯৯ শতাংশের রোগই ‘মামুলি’। এই ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে ‘অবশ্যই জবাবদিহি’ করতে হবে বলে হু'শিয়াররি রিপাবলিকান প্রেসিডেন্টের।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে ট্রাম্প ‘উগ্র বামদের’ পরাজিত করারও প্রতিশ্রুতি দেন। কোভিড-১৯ মহামারী মো'কাবেলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘অদক্ষতার’ চরম সমালোচনার মুখে পড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম'হামা'রী নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে আবারও দায়ী করেছেন।

হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, তখন তার কয়েক গজ দূরে হাউসের সামনের ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা ও পাশের লিংকন মেমোরিয়ালের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন বর্ণবাদবিরোধী আ'ন্দোলনকারীরা। এসব স্থানে ট্রাম্প সমর্থকরা ‘যুক্তরাষ্ট্র’, ‘যুক্তরাষ্ট্র’ স্লোগানে পাল্টা বি'ক্ষোভ দেখালেও দুপক্ষের মধ্যে স'হিং'সতার কোনো খবর পাওয়া যায়নি। তাদের উগ্র বাম তকমা দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহ'ত হওয়ার প্র'তিবাদে গড়ে ওঠা বর্ণবৈষম্য আন্দোলনের নেতাদের পরাজিত করারও প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, সবসময় এমন কিছু মানুষ ছিল, যারা ক্ষমতা অর্জনের জন্য অতীত সম্পর্কে মিথ্যা বলে এসেছে। তারা আমাদের ইতিহাস নিয়ে মিথ্যা বলছে, তারা চাইছে আমরা আজ যা, তার জন্য যেন লজ্জিত হই। তাদের লক্ষ্য হচ্ছে ধ্বং'স।

‘ক্রু'ব্ধ দু'ষ্কৃতকারীরা’ যুক্তরাষ্ট্রের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। উগ্র বামপন্থা মো'কাবেলায় নিজেকে ‘ত্রাণকর্তা’ হিসেবেও চিত্রিত করেন ট্রাম্প। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মা'রা গেছেন ১ লাখ ৩২ হাজার ৯৯৭ জন। আর আক্রা'ন্ত হয়েছেন ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ২৪ হাজার ৯৪৭ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে