মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০, ০৩:২৪:৪২

মিয়ানমারের জেনারেলসহ ৪৯ ব্যক্তি-সংস্থার ওপর যুক্তরাজ্যের নিষে'ধা'জ্ঞা

মিয়ানমারের জেনারেলসহ ৪৯ ব্যক্তি-সংস্থার ওপর যুক্তরাজ্যের নিষে'ধা'জ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :  মিয়ানমারের জেনারেলসহ ৪৯ ব্যক্তি ও সংস্থার ওপর নিষে'ধাজ্ঞা আ'রো'প করেছে যুক্তরাজ্য। গত কয়েক বছরে মানবাধিকার ল'ঙ্ঘ'নের ঘৃ'ণ্য' ঘ'টনার সঙ্গে জ'ড়িত থাকার দায়ে এ নি'ষে'ধাজ্ঞা আ'রোপ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নি'ষে'ধাজ্ঞার মধ্যে রয়েছে রোহি'ঙ্গা নি'পী'ড়নে দা'য়ী মিয়ানমারের সেনা কর্মকর্তারা, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হ'ত্যায় সম্পৃ'ক্ত সৌদি কর্মকর্তারা, ২০০৯ সালে রুশ আইনজীবী সের্গেই ম্যাগনেটস্কি হ'ত্যায় দা'য়ী ব্যক্তিরা এবং উত্তর কোরিয়ার দুটি সং'স্থা। এর আও'তায় দেশটিতে থাকা এসব ব্যক্তি ও সং'স্থার সম্পদ জ'ব্দ হবে এবং তারা যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ হা'রাবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব পার্লামেন্টে বলেন, এই হাউস ব্রিটিশ জনগণের পক্ষ থেকে জোরালো বা'র্তা পাঠাচ্ছে যে, যারা হ'ত্যাকারী, যারা নি'পীড়ক তারা ব্রিটেনের মাটিতে মু'ক্তভাবে ঘুরে বেড়াতে পারবে না।

বিশ্বজু'ড়ে মানবাধিকার হরণের ঘ'টনা ঠে'কাতে যুক্তরাজ্য ‘দ্য গ্লোবাল হিউম্যান রাইটস স্যাং'কশন রেগুলেশন ২০২০’ নামের একটি আইন প্র'ণয়ন করেছে। এর অধীনে শা'স্তির ক্ষেত্রে রাষ্ট্রের চেয়ে বেশি বিবেচনা করা হবে সংশ্লিষ্ট ঘ'ট'নায় দা'য়ী ব্যক্তি ও সংস্থাকে। এই আইনে সোমবার প্রথমবারের মতো ৪৯ ব্যক্তি ও সংস্থার ওপর নিষে'ধাজ্ঞা আ'রোপ করেছে ব্রিটিশ সরকার। 

নি'ষে'ধাজ্ঞার তা'লিকায় মিয়ানমারের সশ'স্ত্র বাহি'নীর (তাতমাদো) প্রধান সেনাপতি সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং ও উপ-সেনাপতি ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইং রয়েছেন। প্রথমবারের মতো এই ব্রিটিশ নিষে'ধা'জ্ঞার আওতায় ২৫ জন রাশিয়ার নাগরিকও রয়েছেন। এসব রুশ নাগরিক আইনজীবী সের্গেই ম্যাগনটস্কি হ'ত্যার সঙ্গে জ'ড়িত ছিল বলে মনে করে যুক্তরাজ্য। রাশিয়ার একদল ট্যাক্স ও পুলিশ কর্মকর্তার দু'র্নীতি উ'ন্মো'চনের পর ম্যাগনটস্কি পুলিশি হে'ফা'জতে প্রা'ণ হা'রান।

যুক্তরাজ্যের এই নিষে'ধা'জ্ঞার আও'তায় রয়েছে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হ'ত্যার সঙ্গে জ'ড়িত সন্দে'হভা'জন ২০ সৌদি কর্মকর্তাও। বা'ধ্যতামূ'লক শ্রম, নি'র্যা'তন এবং খু'নের সঙ্গে জ'ড়িত উত্তর কোরিয়ার দুটি সং'স্থাও রয়েছে এই নিষে'ধা'জ্ঞার আওতায়।

এর আগে ২০১৯ সালে ১৭ জুলাই, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে পূর্ব-প'রিক'ল্পিত রোহিঙ্গা নিধ'নয'জ্ঞ শুরু হওয়ার প্রায় দুই বছর পর মিয়ানমার সেনাবহি'নীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর নিষে'ধা'জ্ঞা আ'রোপ করে যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে