মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০, ০৪:৫১:১৩

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের হুশি'য়ারি

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের হুশি'য়ারি

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরের একাংশকে ইসরাইলের সঙ্গে একীভূত করে নেয়ার পরিক'ল্পনার বি'রু'দ্ধে হু'শিয়া'রি উচ্চারণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে তার দেশের ওই অবস্থানের কথা জানান।

সোমবার বিকালে ওই টেলিফোনালাপে এই পরিক'ল্পনার ব্যা'পারে নিজের উদ্বে'গের কথা জানিয়ে জনসন বলেন, এটি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ধূ'লি'সাৎ হয়ে যাবে। নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সম্প্রতি ইসরাইলের সংবাদমাধ্যম ইয়াদিউত আহারোনোতে নিব'ন্ধ প্রকাশ করে পশ্চিমতীরের একাংশ দ'খলে ইসরাইলি পরিক'ল্পনার বি'রু'দ্ধে লেখেন বরিস জনসন। ওই নিবন্ধে তিনি এ পরিক'ল্পনা বাতিল করার জন্য তেলআবিবের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার নিবন্ধে বলেন, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা ইসরাইল করছে, এই পরিক'ল্পনা বাস্তবায়ন করলে সে প্রচেষ্টা ভ'ণ্ডুল হবে।

ইসরাইল পশ্চিমতীরের ৩০ শতাংশ ভূমি নিজেদের সঙ্গে একীভূত করে নেবে বলে একটি পরিক'ল্পনা চূড়ান্ত করেছে। গত ১ জুলাই এ পরিক'ল্পনা বাস্তবায়ন করার কথা ছিল; কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরো'ধিতার কারণে পরিক'ল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেলআবিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে