মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০, ০৮:৪২:১১

করোনাকালে পিপিই পরে গয়নার দোকানে ডা'কাতি, হ'তভ'ম্ব পুলিশ!

করোনাকালে পিপিই পরে গয়নার দোকানে ডা'কাতি, হ'তভ'ম্ব পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে এই মা'রণ ভাইরাসের হাত থেকে বাঁচতে স্বাস্থ্যকর্মীরা পিপিই পরছেন। কিন্তু এই পিপিই পরেই ডা'কাতির ঘ'টনা ঘ'টেছে ভারতে। দেশটির মহারাষ্ট্রে গয়নার দোকানে এমন ঘ'টনা ঘ'টে। দোকানের সিসিটিভি ফুটেজে এমন ঘ'টনার দেখার পর হ'তভ'ম্ব পুলিশ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গয়নার দোকানের দেওয়াল ভে'ঙে প্রায় ৭৮০ গ্রাম সোনার গয়না লু'ঠ করে পা'লিয়ে যায় ডা'কাতের দল। খবর পেয়ে ঘ'টনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। এরপর সংগ্রহ করা হয় গয়নার দোকানের সিসিটিভি ফু'টেজ। সেই ফু'টেজে দেখা যায় একেবারে স্বাস্থ্যকর্মীদের মতো পিপিই পরে এসেছে এক দল ডা'কাত।

মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ফাইবারের চশমা, হ্যান্ড গ্লাভস- কোনো কিছুরই অ'ভা'ব নেই। ফলে সিসি'টিভি দেখে কাউকেই চি'হ্নিত করা সম্ভব হয়নি। তদ'ন্তকারীদের ধা'রণা, এই সময়ে মহারাষ্ট্রের রাস্তাঘাটে পিপিই কিট পরে রাতে একদল লোক গেলেও কেউ স'ন্দে'হ করবে না। পুলিশকর্মীদেরও খ'টকা লাগবে না। সেই সঙ্গে সিসিটিভিতে কিছু বোঝাও যাবে না। তাই দেখেই এমন ফ'ন্দি এঁ'টেছে ডা'কাতের দল। তারপর ডা'কাতি করে নিয়ে যায় সোনার গয়না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে