মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০, ০৯:০৮:১৫

ভারতের পর এবার টিকটকসহ চীনা অ্যাপগুলো নি'ষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

ভারতের পর এবার টিকটকসহ চীনা অ্যাপগুলো নি'ষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ''নি'শ্চিতভাবেই ব'ন্ধ' করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই অ্যাপ তালিকায় রয়েছে টিকটকও, এমনটাই জানালেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। সোমবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে পম্পেও বলেন, আমরা এখনই প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বিষয়টি উপস্থাপন করতে চাইছি না। কিন্তু বিষয়টি আমরা দেখছি।

মার্কিন সচিবের বক্তব্য, গ্রাহকের তথ্য সুর'ক্ষার কথা ভেবেই এই পথে হাঁটতে চাইছেন তারা। তিনি উদ্বে'গ প্রকাশ করে বলেন, চীনা আইন চীনা কমিউনিস্ট পার্টির নিয়'ন্ত্রা'ধীন, তাদের সাহায্য করার জন্যই তৈরি। এদিকে টিকটক বারবারই দাবি করছে, চীন থেকে বি'চ্ছি'ন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের। চীনে এই অ্যাপ বন্ধও রয়েছে।

গত ২৯ জুন চীনা সংস্থা বাইটডান্সের সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকসহ মোট ৫৯টি অ্যাপে অন্তর্বর্তীকালীন নিষে'ধা'জ্ঞা জা'রি করে ভারত। পরদিন থেকেই গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকেও আর ডাউনলোড করা যাচ্ছিল না এই অ্যাপগুলো। গ্রাহকের তথ্যের সুর'ক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে