বুধবার, ০৮ জুলাই, ২০২০, ০১:৫৯:২৭

করোনায় স্বামীর মৃ'ত্যু, ২ সন্তানকে কোলে নিয়ে রেললাইনে ঝাঁ'প স্ত্রীর!

করোনায় স্বামীর মৃ'ত্যু, ২ সন্তানকে কোলে নিয়ে রেললাইনে ঝাঁ'প স্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা আক্রা'ন্ত হয়ে শিক্ষক স্বামীর মৃ'ত্যুর কয়েক ঘণ্টার পরই দুই শিশু কন্যাকে নিয়ে রেললাইনে ঝাঁ'প দিয়ে আ'ত্মহ'ত্যার চেষ্টা করলেন স্ত্রী। মঙ্গলবার ঘট'নাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। গু'রু'তর আ'হ'ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিন জন।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা থেকে সাড়ে ১২ টা নাগাদ নিরাপত্তা র'ক্ষীদের নজর এড়িয়ে নিউজলপাইগুড়ি স্টেশনের একটি ফুট ওভারব্রিজ থেকে ৪ বছর এবং ২ বছরের দুই শিশুকন্যাকে নিয়ে রেল লাইনে ঝাঁ'প দেন বছর ৩৫-এর এক মহিলা। আশ'ঙ্কা'জনক অব'স্থায় তাঁদের তিন জনকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের পরিচয় জানা যায়।'

তদ'ন্তকারীরা জানিয়েছেন, ওই মহিলার নাম সীমা মাহাতো। তাঁর দুই শিশুকন্যা প্রাপ্তি এবং ঋষিতা। এঁরা চম্পাসারির নিবেদিতা রোডের বাসিন্দা। তদ'ন্তে জানা যায়, সীমার স্বামী খড়িবাড়ির রামজীবন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। স্কুল বন্ধ থাকায় তিনি বাড়িতেই ছিলেন।

এ মাসের গোড়া থেকে সর্দি জ্বরের মতো উপস'র্গ দেখা যায় তাঁর শরীরে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তিনি শিলিগুড়ি মহকুমা হাসপাতালে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয় এবং পরে কোভিড পরীক্ষার পর ৩ জুলাই তাঁর কোভি়ড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে কোভিড ওয়ার্ডে স্থা'নান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের হৃদপি'ন্ডের সমস্যা ছিল। তাঁর শ্বাসক'ষ্ট বাড়তে থাকে। হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল পুলিশকে জানিয়েছেন, শ্বাসক'ষ্টের জন্য তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। সোমবার গভীর রাতে তাঁর মৃ'ত্যু হয়। ভোর বেলা হাসপাতাল থেকে স্বামীর মৃ'ত্যুর খবর পান সীমা।

তাঁর প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, এ দিন সাড়ে ১১ টা নাগাদ উদভ্রা'ন্তের মতো দুই শিশুকন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরোন সীমা। প্রতিবেশীরা তাঁকে বাধা দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু তিনি কারও কথা না শুনে একটি টোটো ভাড়া করে উঠে পড়েন।

তদ'ন্ত'কারীরা এখনও নি'শ্চিত নন, কেন আ'ত্মহ'ত্যার চেষ্টা করলেন ওই মহিলা। গোটা ঘটনার পিছনে স্বামীর মৃ'ত্যু এবং অর্থনৈতির স'ঙ্কট কতটা দা'য়ী তাও খতিয়ে দেখছেন তদ'ন্তকারীরা। তাঁরা অন্য বিভিন্ন সম্ভাবনাও খতিয়ে দেখছেন। মাটিগাড়ার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশু কন্যাদের অবস্থা স্থি'তিশীল। তবে সীমার অবস্থা এখনও স'ঙ্ক'টজনক। পুলিশ ওই পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলছে, আ'ত্মহ'ত্যার চেষ্টার কারণ জানার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে