বুধবার, ০৮ জুলাই, ২০২০, ০৩:৪৪:২৩

২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রা'ন্ত ২২ হাজারের উ'পরে, মৃ'ত্যু ৪৮২

২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রা'ন্ত ২২ হাজারের উ'পরে, মৃ'ত্যু ৪৮২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের করোনাভাইরাসে সং'ক্রমণের সংখ্যা দ্রু'ত বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে সঙ্গে মৃ'তের সংখ্যাও বা'ড়ছে। ইতোমধ্যে ৭ লক্ষের বেশি আক্রা'ন্ত নিয়ে রাশিয়াকে পি'ছনে ফে'লে করোনা আক্রা'ন্ত দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অ'নুসারে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৫২ জন নতুন করে আক্রা'ন্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রা'ন্তের সংখ্যা হল সাত লক্ষ ৪২ হাজার ৪১৭ জন।

আক্রা'ন্ত বৃদ্ধির পাশাপাশি ভারতে বা'ড়ছে করোনার জে'রে মৃ'ত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ত'থ্য অনু'সারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৮২ জনের প্রা'ণ কে'ড়েছে করোনা। এ নিয়ে মোট মৃ'ত্যু হল ২০ হাজার ৬৪২ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃ'ত্যু হয়েছে ন’হাজার ২৫০ জনের। রাজধানী দিল্লিতে ধারা'বাহিক ভাবে বে'ড়ে মৃ'ত্যু সংখ্যা দাঁ'ড়িয়েছে তিন হাজার ৪১৫-তে। তৃতীয় স্থানে থাকা গুজরাতে মা'রা গিয়েছেন এক হাজার ৯৭৭ জন। 

গত মাসের শেষ দিক থেকে তামিলনাড়ুতেও ধারাবাহিক ভাবে বা'ড়ছে করোনার জে'রে প্রা'ণহা'নি। যার জেরে দক্ষিণের এই রাজ্যে মোট মৃ'ত এক হাজার ৬৩৬ জন। উত্তরপ্রদেশ (৮২৭), পশ্চিমবঙ্গ (৮০৪) ও মধ্যপ্রদেশে (৬২২) মৃ'ত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃ'ত্যুর তা'লিকায় রয়েছে রাজস্থান (৪৭২), কর্নাটক (৪১৬), তেলঙ্গানা (৩১৩), হরিয়ানা (২৭৯), অ'ন্ধ্রপ্রদেশ (২৫২), পঞ্জাব (১৭৫) ও জম্মু ও কাশ্মীর (১৪৩)।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে