বুধবার, ০৮ জুলাই, ২০২০, ০৫:০৫:৪০

উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হুঁ'শিয়ারি, ''পরমাণু বো'মার আ'ঘা'তে ঝ'লসে যাবে জাপান''

উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হুঁ'শিয়ারি, ''পরমাণু বো'মার আ'ঘা'তে ঝ'লসে যাবে জাপান''

আন্তর্জাতিক ডেস্ক : এবার জাপানকে হুঁ'শিয়ারির বার্তা দিল উত্তর কোরিয়া। বলা হয়েছে, কোরীয় উপদ্বীপে পরমাণু যু'দ্ধ শুরু হলে নাকি রেডিও অ্যা'ক্টিভ মেঘমণ্ডলীতে প্রথমেই ঝ'লসে যাবে জাপান। উত্তর কোরিয়ার দৈনিক রোডং সিনমুনের এই প্রতিবেদনে এমনই এক ভ'য়'ঙ্কর হুঁ'শিয়া'রির ই'ঙ্গিত দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁ'টি রয়েছে এবং কোরীয় উপদ্বীপে পরমাণু যু'দ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তে'জ'স্ক্রিয় মে'ঘম'ণ্ডলীতে প্রথমেই যে দেশ ঝ'লসে যাবে সেটি হলো জাপান। এতে আরও বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে যদি সত্যিই যদি সচেতন হয় তবে শান্তিপূর্ণ ভাবে উত্তে'জনা নির'সনের চেষ্টা জাপানের করা উচিত। 

এছাড়া জাপানকে অতীতের পরমাণু বো'মা হা'মলার অভি'জ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু বো'মার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বো'মার অভি'জ্ঞতার কতোটা ভ'য়াব'হ তা অন্যের চেয়ে জাপান বেশ ভাল করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে। সূত্র : কলকাতা ২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে