আন্তর্জাতিক ডেস্ক : ১৮ ঘণ্টার বিরল অ'স্ত্রোপচারে বেঁ'চে গেল যমজ শিশু। দু বছরের জমজ শিশুদের অ'স্ত্রোপচার হয়েছিল জুন মাসের ৫ তারিখ। একমাস পর্যবেক্ষণের পর অবশেষে ইতালির ডাক্তাররা জানান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে নিয়ে আসা শিশু দুটি এখন অনেকটা সুস্থ। তবে আরো কিছুদিন হেলমেট পরে থাকতে হবে তাদের।
জানা গেছে, এমন অ'স্ত্রোপচার ইতালিতে এর আগে কখনো হয়নি। এরভিনা আর প্রেফিনার মাথা জন্মের সময় থেকেই একসঙ্গে লা'গানো ছিল। মাথা লাগানো জমজ শিশু অনেক হলেও ওদের মতো তালুর ওপরের দিকে জো'ড়া লাগানো শিশু হয় কুড়ি লাখে বড়জোর একটি।
এরভিনা আর প্রেফিনার মাথা এমনভাবে লে'গে ছিল যে ওদের কিছু শিরাও কা'টতে হয়েছে। একটু এদিক-সেদিক হলেই বি'পদ। তাই ভ্যাটিকানের মালিকানাধীন হাসপাতালে গত ৫ জুন ১৮ ঘণ্টা টা'নটা'ন উ'ত্তে'জনা ছিল গেসু পেড্রিয়াটিক হাসপাতালে। অ'স্ত্রোপচারে অংশ নিয়েছেন ৩০ জন চিকিৎসক।
এক মাস পর জানানো হয়, এরভিনা আর প্রেফিনা ভালো আছে। তবে তাদের বিষয়ে একেবারে নিশ্চি'ন্ত হতে আরো সময় লাগবে। আরো কিছুদিন বিশেষ ধরনের প্র'টেক্টি'ভ হেলমেট পরে থাকতে হবে তাদের।