বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২০, ০৯:৩৬:৪০

করোনার টিকা বিশ্বের সবাইকে বিনামূল্যে দিতে হবে

করোনার টিকা বিশ্বের সবাইকে বিনামূল্যে দিতে হবে

নিউজ ডেস্ক : মহামা'রি করোনা ভাইরাসের টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়েছেন ১৯ নোবেল বিজয়ীসহ ১১৪ জন বিশ্বনেতা। এর মধ্যে ৩৬ জন সাবেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, শিল্পী এবং আন্তর্জাতিক এনজিও বিশেষজ্ঞ রয়েছেন। বাংলাদেশের ইউনূস সেন্টারের উদ্যোগে বিশ্বনেতারা বিবৃতিতে সই করেন। তাদের দাবি- করোনার ভ্যাকসিন বিশ্বের সবাইকে বিনামূল্যে দিতে হবে।

বিবৃতিতে বলা হয়, একটি মহামা'রি পরিষ্কারভাবে একটি দেশের স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার শক্তি ও দু'র্বলতাকে উন্মোচিত করে এবং একই সঙ্গে এ ব্যবস্থায় জনগণের প্রবেশাধিকারের বাধা ও অসমতাগুলো তুলে ধ'রে। করোনার সম্ভাব্য ভ্যাকসিনের প্রচারণার কার্যকারিতা নির্ভর করবে এর সর্বজনীনতার ওপর।

বিবৃতিতে বিশ্বনেতারা আরও বলেন, আমরা বিভিন্ন সরকার, ফাউন্ডেশন, পরোপকারী ব্যক্তি ও সামাজিক ব্যবসাসমূহকে এ ভ্যাকসিনগুলো বিশ্বব্যাপী বিনামূল্যে উৎপাদন এবং বিতরণ করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সব রাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য-সংশ্লিষ্ট সংগঠনকে সব বৈষম্যের ঊর্ধ্বে থেকে সব দুর্বল মানুষের রক্ষায় এগিয়ে আসতে আমাদের সম্মিলিত দায়িত্ব পুনর্ব্যক্ত করতে আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- ড. মুহাম্মদ ইউনূস, ডেসমন্ড টুটু, মিখাইল গর্বাচেভ, বনো, রিচার্ড ব্র্যানসন, মালালা ইউসুফজাই, মাহাথির মোহাম্মদ, লুলা, জর্জ ক্লুনি,লেস ওয়ালেসা, জোডি উইলিয়ামস, শ্যারন স্টোন, ফরেস্ট উইটেকার, লিমা বুয়ি, মেরি রবিনসন, তাওয়াক্কল কারমান, রতন টাটা প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে