বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২০, ০৩:৪১:৫৬

করোনা শেষ হতে না হতেই আরেক বিপ'দে চীন. পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

করোনা শেষ হতে না হতেই আরেক বিপ'দে চীন. পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রা'ন্ত প্রথম রোগী শনা'ক্ত হয়।  তারপর এখন পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রা'ন্ত হিসেবে শনা'ক্ত হয়েছে এক কোটি ২১ লাখ ৭২ হাজার একশ ৮১ জন এবং মা'রা গেছে পাঁচ লাখ ৫২ হাজার একশ ৬১ জন।

করোনা শেষ হতে না হতেই আরেক বিপ'দে চীন। করোনা মহামা'রির মধ্যেই চীনের মঙ্গোলিয়ায় এবার বিউবোনিক প্লেগ শনা'ক্ত হয়েছে। সে কারণে নতুন করে উ'দ্বেগ ছড়িয়েছে। বিউবোনিক প্লেগের প্রাদুর্ভাব ঠে'কাতে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর পাশাপাশি প্লেগ প্র'তিরো'ধে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে চীন। অন্যদিকে বিউবোনিক প্লেগ শনা'ক্তে মঙ্গোলিয়া সীমান্তবর্তী বুরিতিয়া অঞ্চলে কাঠবিড়ালী জাতীয় বিভিন্ন প্রাণীর দেহে পরীক্ষা শুরু করেছে রাশিয়া।

জানা গেছে, এ  সপ্তাহে বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগ শনা'ক্ত হয়। এর পর  শহরজুড়ে ৩ মাত্রার প্লেগ প্র'তিরো'ধে সত'র্কতা জা'রি করা হয়। প্লেগ ছড়িয়ে পড়া ঠে'কাতে পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে