শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১২:২১:১১

সুখবর, অবশেষে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনার প্র'তিষেধকের উৎপাদনের কাজ শুরু

 সুখবর, অবশেষে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনার প্র'তিষেধকের উৎপাদনের কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস প্র'তিরোধে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্র'তিষেধক বাজারে আসতে আরও ছয় মাস সময় লাগবে বলে জানা গেছে। ইতোমধ্যে এই প্র'তিষেধকের উৎপাদনের কাজ শুরু করেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ‘অ্যাস্ট্রা জেনিকা’ ও বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউটও। এ ছাড়া এই টিকার উৎপাদনের কাজ শুরু হবে ব্রাজিলেও।

বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা প্র'তিষেধক হাতে পেতে আরও অন্তত ছয় মাস অপেক্ষা করতে হবে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার থেকে প্র'তিষেধক উৎপাদনের ক্ষেত্রে ছাড়পত্র মিললেও বিশ্বজুড়ে চলা ট্রায়ালের ফল না পাওয়া পর্যন্ত এটিকে বাজারে ছাড়া সম্ভব নয়।

ট্রায়ালের ইতিবাচক ফল আসার পর এই প্র'তিষেধক বাজারে আসতে আরও ছয় মাস লাগতে পারে। ২০২০ সালের শেষেই এই টিকা বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্র'তিষেধকটির শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়ালে ৮ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই প্র'তিষেধক প্রয়োগ করা হয়েছে। করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্র'তিরোধ গড়তে সক্ষম এই টিকা, এমনটিই দাবি করেছেন অক্সফোর্ডের প্র'তিষেধক গবেষণার প্রধান ড. সারা গিলবার্ট।

ডঃ গিলবার্ট জানান, এই টিকা করোনার বিরু'দ্ধে প্র'তিরোধ গড়ে তুলতে সফল হয়েছে। এই প্র'তিষেধক করোনার বিরুদ্ধে এক বছর প্র'তিরোধ গড়তে সক্ষম বলেও দাবি করেন তিনি। তথ্যসূত্র: জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে